এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে ইডেন গার্ডেন্স। আগামী ২২ নভেম্বর ভারতের প্রথম দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হবে ক্রিকেটের নন্দনকাননে। জোর কদমে তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
চিরাচরিত লাল বলের বদলে এবার গোলাপি বলের টেস্ট। বিসিসিআই এখনই বল প্রস্তুতকারক সংস্থা এসজি-কে ৭২টি গোলাপি বলের বরাত দিয়েছে। আগামী সপ্তাহের মধ্য়েই তা চলে আসবে। এসজি-র সেলস ও মার্কেটিং ডিরেক্টর পরস আনন্দ বলছেন, “বিসিসিআই ছ'ডজন গোলাপি বলের অর্ডার দিয়েছে। আমরা আগামী সপ্তাহের মধ্য়েই পাঠিয়ে দেব। দক্ষিণ আফ্রিকা সিরিজে আমাদের লাল ‘এসজি টেস্ট’ বলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছি। একই রকমের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি গোলাপি বল নিয়েও।”
আরও পড়ুন-আগামী ২২ নভেম্বর ইডেনে ভারতের প্রথম দিন-রাতের টেস্ট
ফ্লাডলাইটের আলোয় এসজি-র গোলাপি বল এখনও সেভাবে পরীক্ষিত নয়। দলীপ ট্রফিতে কোকাবুরা বলে খেলা হয়েছিল তিন মরসুম। তারপর ফের একবার বিসিসিআই লাল বলে ফেরে। এসজি-র গোলাপি বল নিয়ে মোটেই সন্তুষ্ট ছিলেন না বিরাট কোহলি সহ দেশের একাধিক ক্রিকেটার। তাঁদের বক্তব্য় ছিল এই বল দ্রুত ঔজ্জ্বল্য় হারায়।
ইংল্য়ান্ডে ব্য়বহৃত ডিউক ও অস্ট্রেলিয়ায় খেলা কোকাবুরা বলের থেকে অনেকটাই পিছিয়ে এসজি-রল গোলাপি বল। যদিও ভারত-বাংলাদেশ টেস্টে সেরা বলটা দিতেই প্রস্তুত এসজি। পরস জানাচ্ছেন, “আমাদের গত সপ্তাহে বলা হয়েছিল যে, গোলাপি বলের প্রয়োজন হতে পারে। আমরা তৈরিই ছিলাম। এখন গোলাপি বলে টেস্ট হচ্ছে ঠিকই। কিন্তু সেই ২০১৬-১৭ মরসুম থেকে আমরা এই বল নিয়ে কাজ করছি। এ বিষয়ে বোর্ডের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। এই চ্য়ালেঞ্জটার জন্য় আমরা রাজি আছি।”
আরও পড়ুন-ডে-নাইট টেস্ট: ক্রিকেটের প্রাচীনতম ফর্ম্য়াটের নয়া টুইস্ট নিয়ে যা জানতে চান আপনি
বিশেষ টেস্ট নিয়ে চিন্তা-ভাবনা শুধু গোলাপি বলেই সীমাবদ্ধ নয়। সিএবি-র ভাবনায় একাধিক পরিকল্পনা। হেলিকপ্টার থেকে এক প্য়ারাট্রুপার নিচে নেমে আসবেন। তাঁর হাতে থাকবে সিরিজের ট্রফি। এই বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে কথাবার্তা চলছে বঙ্গজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। পাশাপাশি আকাশে ছড়িয়ে যাবে গোলাপি আবির। বিশেষ ডিজাইনের টিকিট ও সোনার কয়েনে টস করার জন্য়ও বোর্ডের কাছে অনুমোদন চেয়েছে সিএবি। কাস্টোমাইজড শার্ট এবং টাইও তৈরি করা হচ্ছে। যা সিএবি-র বিশিষ্ট কর্তা ও বাংলাদেশের আমন্ত্রিতদের দেওয়ার পরিকল্পনা রয়েছে। এমনটাই খবর।