শেষ দু'সপ্তাহে বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর অনেকেই। প্রায় প্রতি দলে থেকেই এক বা দু'জন ক্রিকেটার অপ্রত্যাশিত ভাবে বাদ পড়েছেন। যাঁদের অনুপস্থিতি নিয়ে উঠে গিয়েছে বিতর্কের ঝড়। যেমন ভারতের ঋষভ পন্থ ও আম্বাতি রায়ডু। শ্রীলঙ্কার নিরোশান ডিকওয়েলা বা অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকম্ব। এরকম আরও অনেক নামই উঠে এসেছে শিরোনামে।
ইএসপিএনক্রিকইনফো একটি সমীক্ষা চালিয়েছিল। ভোটিংয়ের মাধ্যমে জানতে চাওয়া হয়েছিল বিশ্বকাপে বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে কাদের দলে থাকা উচিত ছিল। এদের মধ্যে ৩৬২০০ জন ভোট দিয়ে জানিয়েছেন ভারতের বিশ্বকাপের দলে পন্থের থাকা উচিত ছিল। এরপরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস। প্রোটিয়া ফাস্টবোলার দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন। ৬২ শতাংশ ভোট বলছে তিনি দলে থাকার দাবিদার।
আরও পড়ুন: কেকেআরের প্রত্য়াবর্তন ঘটবেই, ভরসা দিচ্ছেন মহারাজ
এরপরেই রয়েছে অজি ক্রিকেটার হ্যান্ডসকম্ব এবং পাক ফাস্টবোলার মহম্মদ আমির। ইংল্যান্ডের জোফ্রা আর্চারেরও দলে থাকা উচিত ছিল বলে মনে করছেন অনেকেই। মুম্বই ইন্ডিয়ান্সের এই বোলার আইপিএল অভিষেকেই চমকে দিয়েছেন। এছাড়াও কেউ কেউ মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ দলে কায়রন পোলার্ড এবং সুনীল নারিনরেও থাকা উচিত ছিল।
ঘটনা হচ্ছে, আইসিসি-র কাছে চূড়ান্ত দল ঘোষণার দিন এখনও পেরিয়ে যায়নি। ফলে বিশ্বকাপের অংশ নেওয়া ১০ দেশ তাদের স্কোয়াডে পরিবর্তন আনতেই পারে। চাইলে নির্বাচকরা আগামী ২৩ মে-র আগে পরিবর্তন ঘটাতেই পারেন। তবে প্রতি স্কোয়াডে অদল-বদলের সম্ভবনা অনেকটা কম বলেই মনে করছেন অনেকে।