মাত্র ৪০ বলে সেঞ্চুরি! RCB-র এই ব্যাটারের দাপটে চুরমার যাবতীয় রেকর্ড

RCB Batter Century: ইতিপূর্বে, আইপিএল টুর্নামেন্টে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে খেলেছেন। আর এবার ২০২৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ধামাকাদার ব্যাটিং করলেন এই ক্রিকেটার।

RCB Batter Century: ইতিপূর্বে, আইপিএল টুর্নামেন্টে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে খেলেছেন। আর এবার ২০২৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ধামাকাদার ব্যাটিং করলেন এই ক্রিকেটার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Tim Seifert Century

মাত্র ৪০ বলে শতরান হাঁকালেন টিম সেইফার্ট

Tim Seifert: ২০২৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার (CPL 2025) লিগে কার্যত রানের বন্যা দেখতে পাওয়া যাচ্ছে। এই টুর্নামেন্টে সেন্ট লুসিয়া কিংসের ওপেনিং ব্যাটার এক নয়া ইতিহাস রচনা করলেন। ইতিপূর্বে, আইপিএল (IPL) টুর্নামেন্টে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দলের হয়ে খেলেছেন। তবে এবার তিনি অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের বিরুদ্ধে মাত্র ৪০ বলেই সেঞ্চুরি হাঁকালেন। এই ইনিংসে চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া গিয়েছে। আপনারা হয়ত এতক্ষণ মনে করছেন, কোন ক্রিকেটারের কথা এতক্ষণ ধরে আলোচনা করা হচ্ছে? আসলে, এই ক্রিকেটার হলেন টিম সেইফার্ট। এই এক ইনিংসে তিনি একাধিক মহারথী ক্রিকেটারের রেকর্ড তছনছ করে দিয়েছে। 

Advertisment

Virat Kohli RCB: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 'গুডবাই' বিরাটের! আইপিএল থেকে অবসর নিচ্ছেন কোহলি?

ব্যাট হাতে ধামাকা করলেন টিম সেইফার্ট

অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকন্সের বিরুদ্ধে সেন্ট লুসিয়া কিংসের ওপেনিং ব্যাটার টিম সেইফার্ট মাত্র ৫৩ বলে অপরাজিত ১২৫ রানের একটি ইনিংস খেলেন। এরমধ্যে তিনি ১০ চার এবং ৯ ছক্কা হাঁকিয়েছেন। ২৩৫-এর স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেন। এই ইনিংসের পাশাপাশি টিম সেইফার্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম শতরান হাঁকালেন। আন্দ্রে রাসেলও ৪০ বলেই শতরান হাঁকালেন। ২০১৮ সালে রাসেল এই রেকর্ড কায়েম করেছিলেন। তবে একজন বিদেশি ব্যাটার হিসেবে সেইফার্ট সর্বাধিক স্কোর খাড়া করলেন।

Advertisment

RCB Initiative In Bengaluru Stampede Case: মর্মান্তিক মৃত্যু, চারিদিকে হাহাকার! 'বড় পদক্ষেপ' RCB-র

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে এই রেকর্ডটি নিউজিল্যান্ডের কলিন মুনরোর কাছে ছিল। চলতি বছরই তিনি ১২০ রানের ধামাকাদার ইনিংস খেলেছিলেন। তবে স্থানীয় লিগে সর্বাধিক স্কোরের রেকর্ড ব্রেন্ডন কিংয়ের কাছেই রয়েছে। ২০১৯ সালে তিনি অপরাজিত ১৩২ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। কিন্তু, টিম সেইফার্ট একজন বিদেশি ক্রিকেটার হিসেবে সর্বাধিক রানের রেকর্ড কায়েম করলেন। আর সেইফার্টের এই ইনিংসের দৌলতেই সেন্ট লুসিয়া কিংস ২০৫ রানের টার্গেট হেসেখেলে জিতেছে। অন্যদিকে, এই ইনিংসের কারণে সেইফার্টের হাতেই প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব তুলে দেওয়া হয়েছে। আপাতত, আগামী ম্য়াচগুলোয় তিনি এই ব্যাটিং ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।

Royal Challengers Bengaluru IPL CPL 2025 Tim Seifert