RCB Initiative In Bengaluru Stampede Case: মর্মান্তিক মৃত্যু, চারিদিকে হাহাকার! 'বড় পদক্ষেপ' RCB-র

RCB Bengaluru Stampede: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট জেতার পর আরসিবি ব্রিগেড বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ায়ে ভিকট্রি সেলিব্রেশন করেছিল। তবে এই জয়োৎসব চলাকালীন স্টেডিয়ামের বাইরে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়।

RCB Bengaluru Stampede: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট জেতার পর আরসিবি ব্রিগেড বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ায়ে ভিকট্রি সেলিব্রেশন করেছিল। তবে এই জয়োৎসব চলাকালীন স্টেডিয়ামের বাইরে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB Stampede

পদপিষ্টের ঘটনায় বড় সিদ্ধান্ত RCB-র

Bengaluru Stampede: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্ট জেতার পর আরসিবি (RCB) ব্রিগেড বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ায়ে ভিকট্রি সেলিব্রেশন করেছিল। তবে এই জয়োৎসব চলাকালীন স্টেডিয়ামের বাইরে কার্যত হুড়োহুড়ি (RCB Victory Parade Stampede) পড়ে যায়। এই দুর্ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) ১১ সমর্থক প্রাণ হারিয়েছেন। কর্নাটক সরকারের পক্ষ থেকে ইতিপূর্বে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছিল। এবার আরসিবি-র পক্ষ থেকে বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হল। শুরু হল নতুন ফাউন্ডেশনও।

Advertisment

CLT20 RCB: বিরাটের RCB আবার চ্যাম্পিয়ন? ২০২৬-এ ফিরছে T20 ক্রিকেটের রাজা

পদপিষ্ট হওয়ার কারণ কী ছিল?

আইপিএল ট্রফি জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের কাছে একটা অনেক বড় ব্যাপার ছিল। সেকারণে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই নোটিশ জারি করে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে জয়োৎসব আয়োজন করা হয়। যদিও এই অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তারক্ষীর যথেষ্ট অভাব ছিল। সেকারণে প্রত্যাশার তুলনায় অনেক বেশি সমর্থক ভিড় জমাতে শুরু করে। এরপরই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। এই ঘটনায় ১১ RCB সমর্থক প্রাণ হারিয়েছেন। প্রায় ৫৬ জন মারাত্মক আহত হয়েছেন। কর্নাটক সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই ঘটনার জন্য একমাত্র দায়ী RCB সহ ইভেন্ট ম্য়ানেজমেন্ট সংস্থা। 

Advertisment

Cricketer Rape Case: ২ বছর ধরে ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, RCB তারকার বিরুদ্ধে দায়ের FIR

নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা RCB-র

গত ২ দিন আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘোষণা করেছিল, RCB Cares নামে তারা একটা নতুন ফাউন্ডেশন শুরু করতে চায়। এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট জারি করে তারা জানিয়েছে, নিহতদের পরিবারকে যে টাকা দেওয়া হবে, সেটাকে যেন আর্থিক সাহায্য হিসেবে না দেখা হয়। সমর্থকদের সম্মানার্থে তাঁদের পরিবারকে ২৫ লাখ টাকা করে দেওয়া হবে। সঙ্গে এও যোগ করা হয়েছে যে এটা কোনও আর্থিক সাহায্য নয়। বরং তাঁদের পরিবারকে দেখভালের জন্য একটা খরচ দেওয়া হল। পাশাপাশি RCB Cares-ও শুরু করা হয়েছে। এটা আপাতত চলতে থাকবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের সমর্থকদের জন্য ভাল কিছু কাজ করতে চায়।

Virat Kohli New Controversy: বিরাটের পিছনে ছুরি মেরেছিল RCB-ই! সম্মান বাঁচাতে তড়িঘড়ি চরম সিদ্ধান্ত কোহলির

বেঙ্গালুরুতে তৈরি হচ্ছে নয়া স্টেডিয়াম

পদপিষ্ট দুর্ঘটনার পর কর্নাটক সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, বেঙ্গালুরুতে নতুন করে একটা বড় স্টেডিয়াম তৈরি করা হবে। ইতিমধ্যে স্টেডিয়াম তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ামাসেন্ড্রার সূর্য সিটিতে এই স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এই স্টেডিয়ামে ৬০,০০০ দর্শকের জন্য আসন বরাদ্দ থাকবে। আগামী ভবিষ্যতে যাতে এমন কোনও দুর্ঘটনার সাক্ষী না হতে হয়, সেকারণেই নতুন স্টেডিয়াম তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

RCB Victory Parade Stampede IPL 2025 Royal Challengers Bengaluru RCB