Advertisment

টোকিওয় ইতিহাস ভারতের! রেকর্ড গড়ে সোনা দিলেন নীরজ

Neeraj Chopra wins gold: দেশকে চলতি অলিম্পিকের সেরা সাফল্য এনে দিলেন নীরজ চোপড়া। জ্যাভেলিন থ্রো-য়ে শীর্ষস্থানে ফিনিশ করলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অবশেষে টোকিওয় এল সোনা। নীরজ চোপড়ার হাত ধরে। ইতিহাস গড়ে। ট্র্যাক এন্ড ফিল্ডে এর আগে ভারত কখনও সোনা তো দূর কি বাত, পদকই জেতেনি। সেই আক্ষেপ ঘুচিয়েই এবার নীরজ চোপরা জ্যাভেলিন থ্রো-য়ে দেশকে পদক এনে দিলেন। একেবারে স্বর্ণপদক!

Advertisment

শনিবার দিনের শুরুটা অদিতি অশোকের পদক ছিটকে যাওয়া দিয়ে শুরু হয়েছিল। তবে বিকেলের দিক থেকেই টোকিওর মঞ্চে রাজত্ব শুরু হয় ভারতীয়দের। বজরং পুনিয়া একদিন আগেই ফাইনালে উঠতে না পেরে এদিন নেমেছিলেন ব্রোঞ্জ দখলের লড়াইয়ে। এদিন কাজাখ প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে বজরং ব্রোঞ্জ দখল করেন।

বজরংয়ের কীর্তির একঘন্টার মধ্যে সোনা উপহার দিলেন নীরজ। ব্যক্তিগত বিভাগে এটাই অলিম্পিকে ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে বেজিং অলিম্পিকে দেশকে শ্যুটিংয়ে সোনা এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা।

আরও পড়ুন: অলিম্পিকে টর্নেডো বজরঙ্গি ‘ভাইজান’-এর! প্রতিপক্ষকে ধ্বংস করে ব্রোঞ্জ দিলেন দেশকে

হরিয়ানার খান্দ্রা গ্রামে কৃষক সন্তান নীরাজ এদিন ফাইনালে ৮৭.৫৮ মিটার থ্রো-য়ে চমকে দেন জ্যাভেলিন বিশ্বকে। তখনই নিশ্চিত হয়ে যায় ট্র্যাক এন্ড ফিল্ডে ১০০ বছরের দীর্ঘ পদক খরা কাটিয়ে দেশকে পদক এনে দিচ্ছেন নীরজ।

যোগ্যতা নির্ণয় পর্বে সেরা ফল করার পরে ভারতের পদক প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন নীরজ। প্রথম রাউন্ডে নীরজের থ্রো-য়ের দূরত্ব ছিল ৮৭.০৩ মিটার। দ্বিতীয় প্রচেষ্টায় সেই দূরত্ব আরো পেরিয়ে যান তিনি- ৮৭.৫৮ মিটার। নীরজের তৃতীয় প্রচেষ্টা ছিল ৭৬.৭৯ মিটার। নীরজের তৃতীয় এবং চতুর্থ প্রচেষ্টা ফাউল হলেও তালিকায় শীর্ষে থাকা আগেই নিশ্চিত করেন তিনি। নীরজের নিয়মরক্ষার শেষ থ্রো ছিল ৮৪.২৪ মিটারের।

আরও পড়ুন: অলিম্পিক ব্রোঞ্জ ধোনি-কপিলের বিশ্বকাপ জয়ের থেকেও বড়! হকি-শুভেচ্ছায় বিস্ফোরক গম্ভীর

নীরজের দুরন্ত পারফরম্যান্সের দিনে অঘটন জার্মান তারকা থ্রোয়ার তিনটে থ্রো-য়ের পরে সেরা আটেও জায়গা করে নিতে পারেননি। রুপো এবং ব্রোঞ্জ জিতলেন যথাক্রমে চেক প্রজাতন্ত্রের ভ্যাদলিচ এবং ভ্যাসেলি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Olympic Association Olympics Tokyo Olympics Sports News Tokyo Olympics 2021 Tokyo 2020 Indian Olympic Team Tokyo Olympic 2020 India in Olympic India in Olympic Today India at Olympics
Advertisment