Advertisment

সোনায় স্বপ্নভঙ্গ! টোকিওয় ভারতকে গর্বের রুপো দিলেন কুস্তির 'বাহুবলী'

Ravi Kumar Dahiya in Olympics: কুস্তিতে ভারতের আরো একটি পদক নিশ্চিত করেছিলেন একদিন আগেই। ফ্রি স্টাইল কুস্তিতে ফাইনালে উঠেছিলেন রবি কুমার দাহিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্বপ্ন দেখিয়েছিলেন গোটা দেশকে। তবে সেই স্বপ্ন পুরোটা পূরণ করতে পারলেন না কুস্তিগির রবি কুমার দাহিয়া। ৫৭ কেজিতে ফ্রি স্টাইলের ফাইনালে দুবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রাশিয়ার জাগুর উগুয়েভের কাছে হেরে গেলেন চূড়ান্ত লড়াইয়ে। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে।

Advertisment

২৪ ঘন্টা আগেই ৫৭ কেজিতে ফ্রি স্টাইল কুস্তিতে রবি কুমার দাহিয়া কাজাখ প্রতিপক্ষ নুরিস্লাম সানায়েভকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। সেই সঙ্গে নিশ্চিত হয়ে যায় ভারতের আরও একটি পদক। ২-৯'এ পিছিয়ে থাকা অবস্থায় রবি স্বপ্নের প্রত্যাবর্তনে পরাস্ত করেন কাজাখ পতিপক্ষকে।

আরও পড়ুন: অলিম্পিক ব্রোঞ্জ ধোনি-কপিলের বিশ্বকাপ জয়ের থেকেও বড়! হকি-শুভেচ্ছায় বিস্ফোরক গম্ভীর

একদিন আগে বিশ্ব দুরন্ত প্রত্যাবর্তনের সাক্ষী থাকলেও, তার পুনরাবৃত্তি ঘটাতে পারলেন না রবি কুমার। হাড্ডাহাড্ডি বাউটের লড়াইয়ে রবি কুমার পরাজয় বরণ করেন ৪-৭ ব্যবধানে। টানটান ম্যাচে দুরন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন রবি কুমার। তবে শেষ পর্যন্ত অল্পের জন্যই সোনা জয় হাতছাড়া হল দিল্লির কুস্তিগিরের।

চরম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে রবি কুমার বেশ কয়েকবার সুযোগ পেয়েছিলেন উগুয়েভকে মাটি ধরানোর। তবে সেই প্রয়াস সফল হয়নি।

সবমিলিয়ে রুপো জিতে দেশের অলিম্পিক ইতিহাসের চিরস্থায়ী সদস্য হয়ে গেলেন তিনি। সুশীল কুমারের পরে দ্বিতীয় কুস্তিগির হিসাবে অলিম্পিক থেকে রুপো জিতলেন তিনি। সবমিলিয়ে পঞ্চম ভারতীয় কুস্তিগির হিসাবে অলিম্পিক মঞ্চ থেকে পদক জিতলেন তারকা।

৫৭ কেজির ফ্রিস্টাইল বিভাগে এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন এবং ২০১৯-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী তারকা অলিম্পিকে প্রি কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালে যথাক্রমে পরাস্ত করেছিলেন কলম্বিয়ার অস্কার এডুয়ার্ড এবং বুলগেরিয়ার জর্জি ভ্যালেন্টিনোভকে। রুপো জয়ী কুস্তিগিরকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আরও পড়ুন: কুস্তিতে দেশকে সোনার পথে নিয়ে গেলেন রবি! টোকিওয় গর্বের দিন ভারতের

এদিকে কুস্তিতে অল্পের জন্য ভারতের আরও একটি পদক হাতছাড়া হল বৃহস্পতিবার। পুরুষদের ৮৬ কেজি বিভাগে ফ্রি স্টাইল কুস্তিতে ফাইনালে উঠতে পারলেন না দীপক পুনিয়া। প্রি কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পরে সেমিফাইনালে হারতে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিড টেলরের কাছে। ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে তিনি এদিন হারলেন সান মারিনোর মাইলস নাজিম আমিনের কাছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Olympic Team Tokyo Olympic 2020 India in Olympic Today Tokyo Olympics Olympics India in Olympic Indian Olympic Association Sports News Tokyo 2020 Tokyo Olympics 2021
Advertisment