Advertisment

Belgium vs Russia Live Streaming: মহারণ শনি-রাতেই! কোন চ্যানেলে কখন চোখ রাখবেন

UEFA Euro 2020, Belgium vs Russia Live Streaming: শনিবার রাতেই ইউরোর মেগা ম্যাচে মুখোমুখি বেলজিয়াম এবং রাশিয়া। সেন্ট পিটার্সবার্গের স্টেডিয়ামে দু-দলই জয় পেতে মরিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

UEFA Euro 2020, Belgium vs Russia Live Stream: বেলজিয়ামের সোনালি প্রজন্মের এটাই ট্রফি জয়ের সেরা সুযোগ। গোল্ডেন জেনারেশন- প্রত্যেক পজিশনে সেরা সেরা তারকারা। তা সত্ত্বেও ট্রফির ক্যাবিনেট শূন্য। এমন পরিস্থিতিতেই ইউরো অভিযান শুরু করছে বেলজিয়াম। প্রতিপক্ষ রাশিয়া।

Advertisment

তবে শুরুর আগেই অস্বস্তি ঘিরে ধরেছে বেলজিয়াম শিবিরে। একাধিক চোটের সমস্যা। দলের দুই স্থপতি- ইডেন হ্যাজার্ড, কেভিন ডিব্রুইন দুজনেই শুরু র ম্যাচে খেলতে পারবেন না। সেন্ট পিটার্সবার্গের যে স্টেডিয়ামে বেলজিয়াম শনিবার রাতে নামছে, সেই মাঠেই বিশ্বকাপের স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল ২০১৮-য়। সেই মাঠেই ইউরো অভিযান শুরুর আগে জোড়া তারকাকে না পেয়ে চিন্তার ভাঁজ কোচ রবার্তো মার্টিনেজের কপালে।

আরো পড়ুন: তুরস্ককে উড়িয়ে ইউরোয় দুরন্ত শুরু ইতালির, টানা ২৮ ম্যাচ অপরাজিত আজ্জুরিরা

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির বিরুদ্ধে খেলার সময় নাক এবং চোখের নিচের হাড় ভেঙে গিয়েছিল ডিব্রুইনের। ছোটখাটো অস্ত্রোপচারের পর দলের সঙ্গে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরে যোগ দিয়েছেন মিডফিল্ডের এই তারকা। কোপেনহেগেনে ডেনমার্কের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই তাঁকে খেলতে দেখা যাবে মাস্ক পরে। তাঁকে নিয়ে মার্টিনেজের চিন্তা কিছুটা হলেও কম রয়েছে।

তবে হ্যাজার্ডকে নিয়ে অস্বস্তি ক্রমশ বাড়ছে বেলজিয়ান শিবিরে। রিয়াল মাদ্রিদে যাওয়ার পর থেকেই চোট আঘাতে ভুগছেন। ফিটনেসের ধারেকাছেও নেই সুপারস্টার। ইউরোর ওয়ার্ম আপ ম্যাচে হ্যাজার্ডকে পরিবর্ত হিসাবে নামানো হয়েছিল। তবে তারকার ফর্ম দেখে সন্তুষ্ট হননি কোচ নিজেই। চোটে নেই উইটসলও।

তবে একাধিক চোট আঘাত থাকলেও সেরা ফর্মের এক লুকাকু, প্রতিভাবান মিডফিল্ডার ইউরি টিয়েলেম্যান্স, তারকা উইং ব্যাক টমাস মুনিয়ের এবং বিশ্বের অন্যতম সেরা গোলকিপার থিবাউ কুর্তোয়া কোচের ভরসা হয়ে উঠেছেন।

আরো পড়ুন: বেলুন, আতশবাজিতে জমজমাট ইউরোর উদ্বোধন! করোনাকে হারিয়ে স্টেডিয়ামে ফিরল দর্শক, দেখুন ভিডিও

তবে কোচ মার্টিনেজের আরো একটা সমস্যা হয়ে দাঁড়ায় পারে ডিফেন্ডারদের গড় বয়স। টবি ওল্ডরওয়াইল্ড, হ্যান ভার্তনহেন, টমাস ভারমেলনদের বয়স চিন্তার বয়স। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে গড় বয়সে শীর্ষে থাকা দলগুলির অন্যতম বেলজিয়াম।

এদিকে অভিজ্ঞ বেলজিয়ানদের বিরুদ্ধে রাশিয়ানদের এগিয়ে রাখছে ঘরের মাঠে চেনা পরিবেশে খেলার সুবিধা। ৩০হাজার দর্শক রাশিয়ানদের উদ্দীপ্ত করতে হাজির থাকবেন সেন্ট পিটার্সবার্গে। টুর্নামেন্ট শুরুর আগে রাশিয়ার চিন্তা একটাই- কাফ মাসলে চোটের কারণে ছিটকে গিয়েছেন ডিফেন্ডার কুদ্রিয়াশভ। করোনা টেস্টে পজিটিভ ধরা পড়ায় গত শুক্রবার ছিটকে গিয়েছেন উইঙ্গার আন্দ্রে মস্তভয়ও। টুর্নামেন্ট শুরুর আগে রাশিয়ান কোচ স্তানিস্লাভ চেরচেশভের চিন্তা বলতে এটুকুই।

When is the Euro 2020 match between Belgium and Russia?

বেলজিয়াম বনাম রাশিয়া ম্যাচ কবে হবে?

বেলজিয়াম বনাম রাশিয়ার ম্যাচ শনিবার সেন্ট পিটার্সবার্গে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ রবিবার।

What time is Euro 2020 match between Belgium and Russia?

বেলজিয়াম বনাম রাশিয়া ম্যাচ কখন?

বেলজিয়াম বনাম রাশিয়ার ম্যাচ ভারতীয় সময় রাত ১২.৩০-এ।

Where will Euro 2020 match between Belgium and Russia be live broadcast in India?

বেলজিয়াম বনাম রাশিয়ার ম্যাচের লাইভ ভারতে কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?

বেলজিয়াম বনাম রাশিয়ার ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে- Sony Six, Sony Ten 1, Sony Ten 3, Sony Ten 4-এ।

Where can Euro 2020 match between Belgium and Russia be livestreamed in India?

বেলজিয়াম বনাম রাশিয়ার ম্যাচের লাইভস্ট্রিম কোথায় দেখা যাবে?

ভারতে Sony LIV অ্যাপের মাধ্যমে ইউরোর সমস্ত ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করা যাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

russia Euro Cup belgium
Advertisment