/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/umesh-yadav_.jpg)
ব্যাট হাতে নজির উমেশ যাদবের (টুইটার)
খেললেন মাত্র ১০ বল। তাতেই ধুম মাচিয়ে দিলেন উমেশ যাদব। এতটাই যে স্বয়ং শচীন তেন্ডুলকরের সঙ্গে একই বন্ধনীতে বসে পড়লেন তারকা ক্রিকেটার। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে টি২০-র মেজাজে ১০ বলে ৩১ রান করে যান তিনি। উমেশের ব্যাট হাতে প্রহারের সামনে পড়লেন জর্জে লিন্ডে। ইনিংসের প্রথম দু-বলেই টাকা দুটো ছক্কা হাকালেন বিদর্ভের পেসার। এতেই শচীন, উমেশ একই সারিতে।
কীভাবে? টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র দুই ব্য়াটসম্যান প্রথম দু-বলে ছক্কা হাকিয়ে ইনিংস সূচনা করেছেন। শচীনের সঙ্গে এই কৃতিত্ব গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্য়াটসম্যান ফফি উইলিয়ামস। উইলিয়ামস এই কৃতিত্ব অর্জন করেছিলেন ১৯৪৮ সালে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ইনিংসে ১০ উইকেট নেওয়ার প্রথম অধিকারী জিম লেকারের উপরে চড়াও হয়েছিলেন উইলিয়ামস।
Best tribute to @virendersehwag sir on his birthday by Umesh Yadav#HappybirthdaySehwag#virendersehwag#indiavssouthafricapic.twitter.com/niVTwpC4fT
— Abhishek Ojha (अभिषेक ओझा) (@Abhishek_310396) October 20, 2019
আরও পড়ুন রোহিতের দ্বিশতরান ট্রেন্ডিং টুইটারে! শুভেচ্ছার ঢল সমর্থকদের
শচীন আবার এই নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অফস্পিনার নাথান লিয়নের বলে পরপর জোড়া ছক্কা হাকিয়ে মাস্টার ব্লাস্টার শতক পুরনো ইতিহাস গড়েছিলেন। ১০ বলে ৩১ রান করার পরে উমেশ ছক্কা হাকাতে গিয়েই ক্যাচ তুলে বিদায় নেন উমেশ। ঘটনাচক্রে, উমেশের ১০ বলে পাঁচটা ছক্কাই এসেছে জর্জে লিন্ডের বলে।
আরও পড়ুন টেস্টে প্রথম দ্বিশতরান রোহিতের, দাপট অব্যাহত ভারতের
পাশাপাশি ন্যূনতম ২৫ রান করার নিরিখে উমেশ যাদবের স্ট্রাইক রেট টেস্ট ক্রিকেটে আপাতত সর্বোচ্চ। কিউয়ি অধিনায়করে রেকর্ড পেরিয়ে গেলেন উমেশ। যিনি ২০০৪-এ ১১ বলে ৩১ রানের ইনিংস খেলেছিলেন। উমেশ আবার চতুর্থ ভারতীয় ব্য়াটসম্যান হিসেবে টেস্ট ইনিংসের শুরুতেই ছক্কা হাকালেন। এর আগে ভারতীয় হিসেবে এই কীর্তির অধিকারী ছিলেন শচীন তেন্ডুলকর, জাহির খান এবং এমএস ধোনি।
আরও পড়ুন স্কোরবোর্ডে বিশাল রান, দক্ষিণ আফ্রিকার শুরুতেই জোড়া উইকেট পতন
ব্যাটে একাধিক কীর্তি গড়ার পরে বল হাতে ভেলকি দেখিয়েছেন তিনি। নিজের শুরুর ওভারেই ফিরিয়ে দিয়েছেন কুইন্টন ডিকককে। ভারতের ৪৯৭ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা দিনের শেষে ৮ রানেই ২ উইকেট হারিয়েছে।
Read the full article in ENGLISH