Indian Cricketer Unmukt Chand Biopic: নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল তারকা থেকে হারিয়ে যাওয়া এক সম্ভাবনার নাম উন্মুক্ত চাঁদ (Unmukt Chand)। ভারতের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদের জীবনের সেই উত্থান-পতনের গল্প এবার আসছে বায়োপিকে (Biopic)। বৃহস্পতিবার, ৩১ জুলাই প্রকাশ পেল তাঁর জীবননির্ভর ডকুমেন্টারির টিজার।
বায়োপিকের নাম ‘আনব্রোকেন: দ্য উন্মুক্ত চাঁদ স্টোরি’, যেখানে তুলে ধরা হবে এক তরুণ ক্রিকেটারের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা থেকে স্বপ্নভঙ্গের যাত্রা। এই বায়োপিকটি পরিচালনা করছেন রাঘব খান্না, যিনি সম্প্রতি নেটফ্লিক্সের জন্য ‘মডার্ন মাস্টারস: এস এস রাজামৌলি’ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। এটি প্রযোজনা করেছে রিভারল্যান্ড এন্টারটেইনমেন্ট ও টুডিপ এন্টারটেইনমেন্ট। সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে এই ডকু-ফিল্ম (Documentary)।
আরও পড়ুন ওভাল টেস্টের প্রথম দিনেই মারাত্মক ভুল! রোহিত শর্মার রোগে ধরল শুভমানকে?
উল্লেখ্য, ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন উন্মুক্ত। তাঁর সেই পারফরম্যান্সে তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবে ভাবা হচ্ছিল। কিন্তু সিনিয়র স্তরে জায়গা পাকা করতে পারেননি তিনি। আইপিএলেও বারবার অবিক্রীত থেকে যেতে হয়। মাত্র ২৮ বছর বয়সেই তিনি ভারতের ঘরোয়া ক্রিকেট ও বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে লেখেন, "বিশ্বজুড়ে ভাল সুযোগ খুঁজতে চাই।"
আরও পড়ুন ভারতের জার্সিতে ফের অ্যাকশনে বৈভব, এবার ক্যাঙারুর দেশে ঝড় তুলবেন Boss Baby
এরপর উন্মুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি মাইনর লিগ ক্রিকেটে খেলার জন্য চুক্তিবদ্ধ হন এবং ধীরে ধীরে গড়ে তোলেন নিজের নতুন কেরিয়ার। তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলা প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার এবং সম্প্রতি মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের হয়ে খেলেছেন।
এই বায়োপিকে উঠে আসবে উন্মুক্তের ক্রিকেট জীবনের এক অসমাপ্ত অধ্যায়, যেটি একসময় ভারতীয় ব্যাটিং-এর ভবিষ্যত বলে মনে করা হচ্ছিল, কিন্তু বাস্তবে পূর্ণতা পায়নি। ‘আনব্রোকেন’ সেই গল্পকেই তুলে ধরবে। কেমন করে এক সম্ভাবনার ঝলক হারিয়ে গেল প্রচারের আলো থেকে দূরে।