India announce men’s U19 squad for series against Australia: চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের (India U19 Cricket Team) একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ। এই সফরের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) বুধবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছে। নেতৃত্বে থাকছেন ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফর্ম করা অধিনায়ক আয়ুষ মাহাত্রে এবং সহ-অধিনায়ক বিহান মালহোত্রা। দলে রয়েছেন ১৪ বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীও (Vaibhav Suryavanshi)।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “জুনিয়র নির্বাচক কমিটি অস্ট্রেলিয়া সফরের জন্য অনূর্ধ্ব-১৯ দল নির্বাচন করেছে। ভারতীয় দল তিনটি একদিনের ম্যাচ ও দুটি চার দিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে।”
আরও পড়ুন ধুলোয় মিশল বৈভবের মান-সম্মান, বিলেতে লজ্জার রেকর্ড গড়লেন Boss Baby
ইংল্যান্ড সফর থেকে বাড়তি আত্মবিশ্বাস
ভারতের যুব দল সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরে চমৎকার পারফরম্যান্স করেছে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তারা ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে, যেখানে দুইটি যুব টেস্ট ম্যাচ ড্র হয়েছে। ইংল্যান্ড সফরের সবচেয়ে উজ্জ্বল দিক ছিল ভারতের টপ অর্ডারের দাপট, বিশেষ করে সূর্যবংশী ও মালহোত্রার দুর্দান্ত সেঞ্চুরি। চতুর্থ ম্যাচে তাঁদের ঝোড়ো ইনিংসের সুবাদে ভারত ৩৬৩ রানের বিশাল স্কোর গড়ে এবং জয় নিশ্চিত করে।
আরও পড়ুন বিলেতে ইতিহাস বৈভবের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই রেকর্ড!
সিরিজের সূচি
- একদিনের ম্যাচ:
- ২১ সেপ্টেম্বর
- ২৪ সেপ্টেম্বর
- ২৬ সেপ্টেম্বর
- চার দিনের ম্যাচ:
- ৩০ সেপ্টেম্বর–৩ অক্টোবর
- ৭–১০ অক্টোবর
ভারত অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
আয়ুষ মাহাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, রাহুল কুমার, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, নমন পুষ্পক, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষাণ কুমার, আনমন কুমার, ডি দীপন সিং চৌহান।
আরও পড়ুন বৈভবের জন্য বিলেতে হাহাকার, সেলফি-অটোগ্রাফের জন্য ভিড়, দূর-দূরান্ত থেকে এলেন ভক্তরা
স্ট্যান্ডবাই খেলোয়াড়:
যুধাজিৎ গুহ, লক্ষ্মণ, বি কে কিশোর, অলঙ্করিথ রাপোল এবং অর্ণব বুগ্গা।
অস্ট্রেলিয়ার মাটিতে এই সফর আগামী বছরের বিশ্বকাপের জন্য প্রস্তুতির একটি বড় মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। তরুণ প্রতিভাদের পারফরম্যান্স এবারও নজর কাড়বে বলেই আশা ক্রিকেটমহলের।