Vaibhav Suryavanshi Age Controversy: বৈভবের বয়স নিয়ে এবার প্রশ্ন তুললেন ভারতেরই তারকা ক্রিকেটার, সামনে এল আসল সত্যিটা?

Nitish Rana on Vaibhav Suryavanshi: সম্প্রতি বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে মুখ খুললেন নীতিশ রানা। নীতিশের কথায় ইতিমধ্যে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Nitish Rana on Vaibhav Suryavanshi: সম্প্রতি বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে মুখ খুললেন নীতিশ রানা। নীতিশের কথায় ইতিমধ্যে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vaibhav Suryavanshi century

ফের বয়স বিতর্কে বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: বিগত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন নীতিশ রানা (Nitish Rana)। দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে তিনি সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নও হয়েছেন। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে রাজস্থান রয়্যালস দলের বেশ কয়েকজন সতীর্থের ব্যাপারে মুখ খুলেছেন তিনি। এরইমধ্যে দলের তরুণ তারকা বৈভব সূর্যবংশীর বয়স নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সেইসঙ্গে রিয়ান পরাগের আচরণ নিয়েও চাঞ্চল্যকর খোলসা করেছেন নীতিশ রানা।

Advertisment

Vaibhav Suryavanshi: ভারতের জার্সিতে ফের অ্যাকশনে বৈভব, এবার ক্যাঙারুর দেশে ঝড় তুলবেন Boss Baby

বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে কী বললেন নীতিশ রানা?

দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সকে নেতৃত্ব দিয়েছেন নীতিশ রানা। নকআউট ম্য়াচে তিনি বিধ্বংসী পারফরম্য়ান্স করেন। এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালে ম্য়াচ জয়ী ইনিংস উপহার দেন। একটি ইন্টারভিউয়ে নীতিশ রানা বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে প্রশ্ন তোলেন। বৈভবের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, 'ওর বয়স আদৌ ১৪ বছর কি না?' এরপর নীতিশ হাসতে শুরু করেন। এরথেকে স্পষ্টই বুঝতে পারা যায় যে তিনি মজা করছেন। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে মাত্র ১৪ বছর বয়সেই বৈভব দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। একটা ধামাকাদার শতরানও হাঁকান। সেকারণে তাঁকে নিয়ে যথেষ্ট আলোচনাও হয়েছিল।

Advertisment

Vaibhav Suryavanshi: ধুলোয় মিশল বৈভবের মান-সম্মান, বিলেতে লজ্জার রেকর্ড গড়লেন Boss Baby

রিয়ান পরাগকে নিয়ে কী বললেন রানা?

রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার রিয়ান পরাগকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলাদাই আলোচনা হয়। পরাগের আচরণ নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে। এই ব্যাপারে রানাকে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, 'ওকে বাইরে থেকে যেমনটা দেখতে লাগে, ও কিন্তু একেবারেই তেমন নয়। টেলিভিশনের পর্দায় ওর যথেষ্ট অ্যাটিটিউড দেখতে পাওয়া যায়। কিন্তু, বাস্তবিক জীবনে ও কিন্তু একেবারেই তেমন নয়। যথেষ্ট নরম স্বভাবের মানুষ।' সেইসঙ্গে রানা অধিনায়ক সঞ্জু স্যামসনেরও প্রশংসা করেছেন। এই ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।

Vaibhav Suryavanshi