Vaibhav Suryavanshi Golden Duck: ইংল্যান্ড সফর দুঃস্বপ্ন দিয়ে শেষ হল বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi)। শুরুটা যতটা ভাল হয়েছিল, ততটাই হতাশাজনক ভাবে শেষ হল বৈভবের। যুব টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রথম বলেই আউট হয়ে ‘গোল্ডেন ডাক’-এর শিকার বৈভব। এই সফরে ওয়ানডে সিরিজে ছক্কার বন্যায় চমকে দেওয়া বৈভব (Vaibhav Suryavanshi) টেস্ট ম্যাচে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। চার ইনিংসে তিনি মাত্র একটিই হাফ সেঞ্চুরি করতে পেরেছেন।
এটাই ছিল বৈভবের প্রথম ইংল্যান্ড সফর। কিন্তু শেষ ইনিংসের এই ব্যর্থতা তাঁর কেরিয়ারে এমন এক দাগ দিয়ে গেল যা তিনি নিশ্চয়ই দ্রুত ভুলে যেতে চাইবেন। তাঁর যুব টেস্ট কেরিয়ারে এই প্রথম তিনি কোনও ইনিংসে প্রথম বলেই আউট হলেন। শুধু তাই নয়, পুরো সফরে এটিই প্রথমবার তিনি রানের খাতা খুলতে পারেননি। বাঁ-হাতি ওপেনার বৈভব এই সফরের ওয়ানডে সিরিজে ২৯টি ছক্কা হাঁকিয়ে একটি দুর্দান্ত রেকর্ড গড়েছিলেন।
আরও পড়ুন টেস্ট ম্যাচে T20 ব্যাটিং বৈভবের, লাল বলের ক্রিকেটে ফের ব্যর্থ, মাত্র ২০ করেই আউট
চেমসফোর্ডে অনুষ্ঠিত হয় ভারত অনূর্ধ্ব-১৯ ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে ইংল্যান্ড ভারতকে ৩৫৫ রানের টার্গেট দেয়। ভারতের হয়ে ইনিংস শুরু করতে নামেন বৈভব সূর্যবংশী এবং অধিনায়ক আয়ুষ ম্হাত্রে। প্রত্যাশা ছিল, এই দুই প্রতিভাবান ব্যাটার ভারতকে ভাল শুরু এনে দেবেন। কিন্তু ইনিংসের প্রথম বলেই আউট হয়ে ফেরেন বৈভব। ইংল্যান্ডের পেসার অ্যালেক্স গ্রিনের বল বড় শট মারতে গিয়ে বৈভব ক্লিন বোল্ড হন। এই প্রথম তিনি কোনও ম্যাচে প্রথম বলেই আউট হলেন।
আরও পড়ুন বৈভব সূর্যবংশীকে নিয়ে এই Video দেখেছেন? ৬৭ সেকেন্ডে ফাঁস তাঁর ৫ গোপন রহস্য
৪ ইনিংসে মাত্র ৯০ রান
প্রথম ইনিংসে ১৪ বলে ২০ রান করলেও দ্বিতীয় ইনিংসে একেবারেই ব্যর্থ হন বৈভব। সিরিজের দুই ম্যাচ মিলিয়ে চার ইনিংসে তিনি মোট ৯০ রান করেন, যার মধ্যে রয়েছে একটি হাফ সেঞ্চুরি। তাঁর ব্যাটিং গড় ছিল ২২.৫০। টেস্ট ফর্ম্যাটে রান করতে হলে কীভাবে ব্যাটিং করতে হয়, তা নিয়ে বৈভবকে নতুন করে ভাবতে হবে। ওয়ানডে ও টি২০-র মতো টেস্টে ব্যাটিং করা যায় না, এটা বুঝে কৌশল বদলাতে হবে। ক্রিজে সময় কাটিয়ে ইনিংস গড়ার দিকে মন দিতে হবে।
আরও পড়ুন বিলেতে ইতিহাস বৈভবের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই রেকর্ড!
ওয়ানডে সিরিজে ছক্কার রেকর্ড গড়েছিলেন বৈভব
ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৩৫৫ রান করেছিলেন বৈভব সূর্যবংশী। একটি শতরান-সহ পাঁচ ম্যাচের সেই সিরিজে তাঁর ব্যাটিং গড় ছিল ৭১। বৈভব ওই সিরিজে ২৯টি ছক্কা মেরেছিলেন, যা বিরাট বড় রেকর্ড। শুধু ব্যাটিং নয়, টেস্ট সিরিজে বল হাতেও তিনি সবাইকে চমকে দিয়েছিলেন। সিরিজে ২টি উইকেট নিয়ে তিনি সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে যুব টেস্টে উইকেট নেওয়ার নজির গড়েছেন।