Vaibhav Suryavanshi: কথা দিয়েও কথা রাখতে পারলেন না বৈভব, শেষ ম্য়াচে মুখ ডোবালেন ভারতের

Vaibhav Suryavanshi: যুব ওয়ানডে সিরিজের ফাইনাল ম্য়াচে ব্যাট হাতে একেবারেই জ্বলে উঠতে পারলেন না টিম ইন্ডিয়ার (অনূর্ধ্ব-১৯) তারকা ওপেনার বৈভব সূর্যবংশী। ৪২ বলে মাত্র ৩৩ রান করে প্যাভিলিয়নের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

Vaibhav Suryavanshi: যুব ওয়ানডে সিরিজের ফাইনাল ম্য়াচে ব্যাট হাতে একেবারেই জ্বলে উঠতে পারলেন না টিম ইন্ডিয়ার (অনূর্ধ্ব-১৯) তারকা ওপেনার বৈভব সূর্যবংশী। ৪২ বলে মাত্র ৩৩ রান করে প্যাভিলিয়নের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vaibhav Suryavanshi (1)

ডবল সেঞ্চুরি হাঁকাতে পারলেন না বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল (Indian Cricket Team) ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচ ম্য়াচের ইউথ ওয়ানডে সিরিজ শেষ করল। সিরিজের পঞ্চম তথা অন্তিম ম্য়াচটি ওরসেস্টারে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে হেরে যায়। তাও আবার ১১৩ বল বাকি থাকতেই। যদিও সিরিজটা তারা ৩-২ ব্যবধানে নিজেদের পকেটে পুরে নিয়েছে।

Advertisment

এই সিরিজের তৃতীয় এবং চতুর্থ ম্য়াচে ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশী দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেছিলেন। আশা ছিল, শেষ ম্য়াচেও হয়ত তেমনই একটি ব্যাটিং ধামাকা দেখতে পাওয়া যাবে। কিন্তু, কোথায় কী? ৪২ বলে মাত্র ৩৩ রান করে প্যাভিলিয়নের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এই ম্য়াচের আগে বৈভব সূর্যবংশী কথা দিয়েছিলেন, পঞ্চম ম্য়াচে তিনি ডবল সেঞ্চুরি হাঁকানোর চেষ্টা করবেন। কিন্তু, এই ম্য়াচে তিনি নিজের প্রতিশ্রুতি রাখতে পারলেন না। 

Vaibhav Suryavanshi: ব্রিটিশদের মাটিতে ফের তাণ্ডব বৈভবের, সূর্যবংশীর ৮৬ রানের ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

পঞ্চম ম্য়াচের আগে বৈভবের বড় মন্তব্য

Advertisment

সিরিজের পঞ্চম তথা অন্তিম ওয়ানডে ম্য়াচ শুরু হওয়ার আগে বৈভব সূর্যবংশী একটি বড়সড় মন্তব্য করে ফেলেন। চতুর্থ ম্য়াচে তিনি ৫২ বলে শতরান হাঁকিয়ে এক নয়া ইতিহাস রচনা করেছিলেন। ম্য়াচের পর তিনি বলেন, 'আমি যে রেকর্ড গড়েছি, সেটা জানতাম না। তবে আরও খানিকক্ষণ ব্যাট করা আমার উচিত ছিল। আমার কাছে আরও অনেকটাই সময় ছিল। কারণ, তখনও ম্য়াচে ২০ ওভার বাকি ছিল। আমি ভুলবশত এমন একটা শট খেলে ফেলেছি, যাতে আমার কোনও নিয়ন্ত্রণ ছিল না। সেকারণেই আউট হয়ে গিয়েছি। ৫০ ওভারের ক্রিকেটে ডবল সেঞ্চুরি হাঁকানোই আমার পরবর্তী লক্ষ্য হবে।'

Vaibhav Suryavanshi Century: সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন বৈভব, ছক্কার বন্যায় কাড়লেন ইংরেজদের ঘুম!

এবার ম্য়াচের কথায় আসা যাক। টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। আরএস অম্বরীশ ছাড়া আর কেউ হাফসেঞ্চুরি (৬৬) করতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৯ উইকেট হারিয়ে মাত্র ২১০ রান করে। জবাবে ইংল্যান্ড তুলনামূলকভাবে অনেকটাই ভাল ব্যাটিং করে। দলের হয়ে হাফসেঞ্চুরি করেন ওপেনার বিজে ডকিংস (৬৬) এবং বেন মায়েস (অপরাজিত ৮২ রান)। এছাড়া অধিনায়ক থমাস রিউ ৪৯ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে জোড়া উইকেট শিকার করেন নমন পুষ্পক।

Indian Cricket Team Vaibhav Suryavanshi India vs England