Vaibhav Suryavanshi: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে ধামাকাদার পারফরম্য়ান্সের পর ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী ইংল্যান্ডেও অব্যাহত রেখেছেন নিজের বিধ্বংসী ফর্ম। ভারতের এই অনূর্ধ্ব-১৯ ওপেনিং ব্যাটার ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে ইউথ ওয়ানডে সিরিজে নিজের বিস্ফোরক ব্যাটিংয়ের দৌলতে যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন। মাত্র ৫৮ বলে শতরান হাঁকিয়ে তিনি ইতিহাস রচনা করেছেন।
এরপর ক্রিকেটার দীর্ঘতম ফরম্য়াটেও তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামেন। কিন্তু, ফ্লপ হয়ে যান। যদিও দ্বিতীয় ইনিংসে তিনি হাফসেঞ্চুরি করেন। কিন্তু, ইতিমধ্যে একটি জোর বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। কেন এমন অনভিপ্রেত ঘটনার শিকার হলেন তিনি? আসুন, জেনে নেওয়া যাক।
যত বিতর্ক বৈভবের জার্সিকে কেন্দ্র করেই
আসলে, ভারতীয় ক্রিকেট সমর্থকরা বৈভবের জার্সি নম্বর নিয়ে কার্যত রেগে গিয়েছেন। ইংল্যান্ডে বৈভব আসলে বিরাট কোহলির (Virat Kohli) ১৮ নম্বর নীল রংয়ের জার্সি পরেই মাঠে নেমেছিলেন। সেইসময় কোনও ঝামেলা অবশ্য হয়নি। কিন্তু, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ইউথ টেস্ট ম্য়াচ খেলার সময় বৈভব যখন ১৮ নম্বর জার্সি পরে মাঠে নামেন, তখন আচমকা বিতর্ক তৈরি হয়।
Vaibhav Suryavanshi: বিলেতে ইতিহাস বৈভবের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই রেকর্ড!
ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ বৈভবের এই আচরণ দেখে রীতিমতো রেগে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বৈভবের পাশাপাশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিরুদ্ধেও সমালোচনার ঝড় উঠছে। বলা হচ্ছে, টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি অবসর গ্রহণ করেছেন মানে এই নয় যে তাঁর ১৮ নম্বর জার্সিটা অন্য কোনও ক্রিকেটারকে অনায়াসে দেওয়া হবে।
ইংল্যান্ডে বৈভবের দুর্দান্ত পারফরম্য়ান্স
চলতি ইংল্যান্ড সফরে বৈভব সূর্যবংশী দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সর্বাধিক রান করার কৃতিত্ব তিনিই অর্জন করেছেন। আর সেকারণেই টিম ইন্ডিয়া এই সিরিজটা ৩-২ ব্যবধানে জয়লাভ করেছে। পাঁচ ম্য়াচের ইউথ ওয়ানডে সিরিজে ৭১-এর ব্যাটিং গড়ে এবং ১৭৪.০২ স্ট্রাইক রেটে বৈভব মোট ৩৫৫ রান করেছেন। প্রথম ওয়ানডে ম্য়াচে তিনি মাত্র ৫৮ বলে শতরান হাঁকিয়েছিলেন। যুব ওয়ানডে ইতিহাসে এটাই দ্রুততম শতরান। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ৪৫ রান, তৃতীয় ওয়ানডে ম্য়াচে ৮৬ রান চতুর্থ ওয়ানডে ম্য়াচে ১৪৩ রান এবং শেষ ম্য়াচে ৩৩ রান করেন তিনি।
Vaibhav Suryavanshi: বৈভবের জন্য বিলেতে হাহাকার, সেলফি-অটোগ্রাফের জন্য ভিড়, দূর-দূরান্ত থেকে এলেন ভক্তরা
অন্যদিকে, টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বৈভব ধামাকাদার হাফসেঞ্চুরি করেন। প্রথম ইনিংসে তিনি ১৪ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে করেন ৫৬ রান। এছাড়া ২ উইকেটও তিনি শিকার করেছেন। যদিও প্রথম টেস্ট ম্য়াচ শেষপর্যন্ত ড্র হয়েছে। আগামী ২০ জুলাই থেকে দ্বিতীয় টেস্ট ম্য়াচ আয়োজন করা হবে।