Vaibhav Suryavanshi: বিস্ময় বালক! বয়স ১৪ বছর আর ওই ১ মাসের আশপাশে। কিন্তু, এই বয়সেই তিনি যে কারনামা করে দেখিয়েছে, তাতে বুঁদ হয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। বৈভব সূর্যবংশী। নাম তো শুনা হোগা। অন্তত সোমবার রাতে জয়পুরের মানসিংহ স্টেডিয়ামে তিনি ব্যাট হাতে যে তাণ্ডব লীলা চালিয়েছেন, তারপর এই নামটা কারোর কাছেই আর অজানা নয়। ৩৫ বলে হাঁকিয়েছেন ঝকঝকে একটি শতরান (vaibhav suryavanshi ipl score)। দুরমুশ করেছেন মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মাদের অহংকার।
কিন্তু, আর পাঁচটা নক্ষত্রের মধ্যে ধ্রুবতারা হয়ে ওঠার রাস্তাটা কিন্তু একেবারে সহজ ছিল না। জীবনের রোজনামচা থেকে বাদ দিতে হয়েছে একাধিক প্রিয় জিনিস। তারমধ্যে অন্যতম হল খাসির মাংস এবং পিৎজা।
Rahul Dravid: বৈভবের শতরানে দিশেহারা, হুইলচেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন রাহুল! ভাইরাল ভিডিও
বয়স কম, তাই খেতেও ভালবাসেন বৈভব। কিন্তু, এই অল্প বয়সেই বুঝে ফেলেছেন এগিয়ে চলার মূলমন্ত্র। কেরিয়ারে সাফল্য অর্জন করতে গেলে মেপে খেতে হবে। আর ছাড়তে হবে কিছু প্রিয় খাবারও। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি ইন্টারভিউয়ে তাঁর কোচ মণীশ ওঝা বলেছিলেন, 'খাসির মাংস খেতে ও খুব ভালবাসত। কিন্তু, এখন আর খেতে পারে না। ওকে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, ডায়েট চার্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রিয় পিৎজাও। আসলে, মুরগি এবং খাসির মাংস খেতে ও খুব ভালবাসে। আর বয়স তো কম, তাই পিৎজাও ওর প্রিয় খাবারের মধ্যে অন্যতম ছিল। কিন্তু, এখন আর খায় না। আগে যখন ওকে খাসির মাংস দিতাম, তখন পুরোটা খেয়ে তবে উঠত। আর সেকারণেই খানিকটা থলথলে হয়ে গিয়েছে।'
Vaibhav Suryavanshi Century: 'এটা তোমার জন্য...', নিজের শতরান কাকে উৎসর্গ করলেন বৈভব?
একাধিক রেকর্ড কায়েম করেছেন বৈভব
বৈভব সূর্যবংশীর হাত ধরে ভারতীয় ক্রিকেট যে এক নতুন তারকা খুঁজে পেল, তা অবশ্যই বলা যেতে পারে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি আইপিএল টুর্নামেন্টে দ্রুততম শতরানটি করেন। আরেকটু হলে ভেঙে যাচ্ছিল ক্রিস গেইলের রেকর্ডও। এই টুর্নামেন্টে 'ইউনিভার্স বস' ৩০ বলে শতরান করেছিলেন। সেখানে বৈভব মাত্র পাঁচটি বল বেশি খেলে ফেলেন। শেষপর্যন্ত যখন ৩৮ বলে ১০১ রান করে তিনি মাঠ ছাড়ছিলেন, গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে তাঁকে কুর্নিশ জানায়। জানাবে না'ই বা কেন? এই হীরকের দ্যুতিতে আজ উজ্জ্বল গোটা দেশ।