Varun Chakravarthy KKR: কোন ফাঁদে ফেলতে চান কিং কোহলিকে? ফাঁস করলেন চক্কোত্তিমশাই

Varun Chakravarthy KKR: তবে গত মরশুমের তুলনায় কেকেআর স্কোয়াডে অনেকটা বদল হয়েছে। অনেকে মনে করছেন, গোটা দলের মধ্যে সুর বাঁধতে কিছুটা সময় নেবে কেকেআর।

Varun Chakravarthy KKR: তবে গত মরশুমের তুলনায় কেকেআর স্কোয়াডে অনেকটা বদল হয়েছে। অনেকে মনে করছেন, গোটা দলের মধ্যে সুর বাঁধতে কিছুটা সময় নেবে কেকেআর।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Varun Chakravarthy KKR

আইপিএল যুদ্ধের জন্য প্রস্তুত বরুণ চক্রবর্তী

Varun Chakravarthy: ফের আইপিএল যুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। আগামী শনিবার (২২ মার্চ) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হবে হাড্ডাহাড্ডি লড়াই। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হবে। দুই শিবিরের মধ্যে উত্তেজনার পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে।

Advertisment

গত আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্স ধামাকাদার পারফরম্যান্স করেছিল। আর সেকারণেই তারা তৃতীয়বার (২০১২, ২০১৪ এবং ২০২৪) এই টুর্নামেন্টের খেতাব জয় করেছে। আশা করা হচ্ছে, এই মরশুমেও তারা সাফল্য়ের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। গত মরশুমে কেকেআর সাফল্য়ের অন্যতম স্থপতি ছিলেন বরুণ চক্রবর্তী। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামার আগে আদৌ কি বিশেষ কোনও পরিকল্পনা করছেন চক্কোত্তিমশাই? ম্যাচ শুরুর আগে সেকথাই জানালেন তিনি।

IPL 2025 Full Schedule: ম্যাচের তারিখ, সময় ও ভেন্যুর বিস্তারিত তালিকা! আইপিএলের পুরো সূচি দেখে নিন একনজরে

ম্যাচের আগে বরুণ বললেন, 'সেইভাবে কিছুই পরিকল্পনা করিনি। কখন-কেমন পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটার উপরেই আমার বোলিং নির্ভর করবে। উইকেট শিকারের ক্ষেত্রে ম্যাচের পরিস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে এটুকু বলতে পারি যে আমি নিজের সেরাটা উজার করে দেওয়ার চেষ্টা করব।'

Advertisment

Badshah vs King: বাদশা না কিং, IPL উদ্বোধনীতে জিতবে কে? লড়াই তুঙ্গে

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এবার আমাদের স্কোয়াড যথেষ্ট শক্তিশালী। একবার যদি ছকটা ভাঙতে পারা যায়, তাহলেই সাফল্য আসবে। পাশাপাশি গোটা দলকেও ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করতে হবে। প্রথম তিনটে ম্যাচ যদি আমরা জিততে পারি, তাহলে এই মরশুমে অনেকটা সামনের দিকে এগিয়ে যেতে পারব।'

Virat Kohli Record: আইপিএলে বাবর আজমকে টেক্কা দিতে পারেন বিরাট! করতে হবে এই ছোট্ট কাজ

তবে গত মরশুমের তুলনায় কেকেআর স্কোয়াডে অনেকটা বদল হয়েছে। অনেকে মনে করছেন, গোটা দলের মধ্যে সুর বাঁধতে কিছুটা সময় নেবে কেকেআর। তবে বরুণ চক্রবর্তীর ব্যাপারটা আলাদা। সম্প্রতি টিম ইন্ডিয়ার হয়ে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এই সাফল্য যে তাঁকে আসন্ন আইপিএল মরশুমে অনেকটা অক্সিজেন দেবে, তা বলা যেতেই পারে। কেকেআর ব্রিগেডের এই মিস্ট্রি স্পিনার বললেন, 'আমার প্রধান লক্ষ্য় হল ধারাবাহিকতা বজায় রাখা। এটা ধরে রাখাই সবথেকে কঠিন ব্যাপার। এই ধারাবাহিকতা বজায় রাখতেই আমি দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। পাশাপাশি আরও কয়েকটা ডেলিভারি রপ্ত করার চেষ্টা করছি। আশা করছি, এবারও সাফল্য অর্জন করতে পারব।'

IPL Varun Chakaravarthy KKR Kolkata Knight Riders