New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/29/QDNz3PIGGoqBJNu77JE2.jpg)
Fan reaction Vaibhav Suryavanshi: শট দেখে এক মহিলা ফ্যান এতটাই মুগ্ধ হন যে তিনি রাজস্থানের পতাকা উঁচিয়ে উদযাপন করেন
Vaibhav Suryavanshi 101 runs: মাত্র ৩৮ বলে ১০১ রান করে তিনি একাধিক রেকর্ড ভেঙে দিলেন, যার মধ্যে ছিল ১১টি বিশাল ছক্কা। তাঁর প্রতিটি শটেই দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন, আর হাজারো ভিড়ের মধ্যে এক বিশেষ ফ্যানের প্রতিক্রিয়া ছিল সবচেয়ে নজরকাড়া।
Fan reaction Vaibhav Suryavanshi: শট দেখে এক মহিলা ফ্যান এতটাই মুগ্ধ হন যে তিনি রাজস্থানের পতাকা উঁচিয়ে উদযাপন করেন
Fan reaction Vaibhav Suryavanshi: IPL 2025-এ এই মুহূর্তে শুধুমাত্র একজন ক্রিকেটারের নামই আলোচনায় রয়েছে—রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। ১৪ বছর বয়সী এই বিস্ময় কিশোর, সোমবার ২৮ এপ্রিল রাতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এমন বিধ্বংসী ইনিংস খেললেন, যা টুর্নামেন্টের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মাত্র ৩৮ বলে ১০১ রান করে তিনি একাধিক রেকর্ড ভেঙে দিলেন, যার মধ্যে ছিল ১১টি বিশাল ছক্কা। তাঁর প্রতিটি শটেই দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন, আর হাজারো ভিড়ের মধ্যে এক বিশেষ ফ্যানের প্রতিক্রিয়া ছিল সবচেয়ে নজরকাড়া।
গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে শুভমন গিলের ৮৪ রান ও জস বাটলারের অপরাজিত ৫০-এর সাহায্যে ২০৯/৪ রান তোলে। তবে রাজস্থানের জয়ের নায়ক হয়ে ওঠেন বৈভব সূর্যবংশী, যিনি ১৫.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে দলকে জয় এনে দেন। যশস্বী জয়সওয়ালও দুর্দান্ত ৭০ রান করেন।
50 in 17 balls! 😳
— Star Sports (@StarSportsIndia) April 28, 2025
100 in 35 balls! 🤯
The Fastest century by an Indian, the second fastest in IPL & the youngest centurion in T20 cricket! 🩷
VAIBHAV SURYAVANSHI - the YOAT! (Youngest of all time) 🙌
Watch the LIVE action ➡ https://t.co/GeTHelSNLF #IPLonJioStar 👉 #RRvGT |… pic.twitter.com/8yYO7O9AZz
আরও পড়ুন বৈভবের শতরানে খুশি নন স্য়ামসন? জানালেন না অভিবাদনও, ভাইরাল ভিডিও
গুজরাটের বোলারদের বিরুদ্ধে বৈভব যেন এক ঝড় হয়ে উঠেছিলেন। বিশেষ করে ঈশান্ত শর্মার চতুর্থ ওভারে তিনি ২৮ রান সংগ্রহ করেন, যেখানে প্রথম দুই বলে ছক্কা মারার পর পঞ্চম বলে এক অবিশ্বাস্য ছক্কা হাঁকান। এই শট দেখে এক মহিলা ফ্যান এতটাই মুগ্ধ হন যে তিনি রাজস্থানের পতাকা উঁচিয়ে উদযাপন করেন।
ये लड़का कुछ अलग है...छक्के से #IPL2025 करियर की शुरुआत और छक्के के साथ रिकॉर्ड तोड़ शतक #vaibhavsuryavanshi pic.twitter.com/PGH2DhcTlt
— viplove kumar (@viploveku) April 29, 2025
এই জয়ের ফলে রাজস্থান রয়্যালসের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা এখনও টিকে আছে। ১০ ম্যাচে ৩ জয় নিয়ে দল ৬ পয়েন্ট অর্জন করেছে। যদি তারা আগামী ৪ ম্যাচে জয় পায়, তাহলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা করে নিতে পারে।
আরও পড়ুন এক সেঞ্চুরিতেই 'লক্ষ্মীর ভাণ্ডার', বৈভবকে লাখ-লাখ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
বৈভব সূর্যবংশীর এই দুর্দান্ত ইনিংস শুধু রাজস্থানের ভাগ্যই বদলায়নি, বরং আইপিএল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল। এই তরুণ প্রতিভার ভবিষ্যৎ যে উজ্জ্বল, তা বলাই বাহুল্য!
আরও পড়ুন না খাসির মাংস, না পিৎজা! সাফল্য পেতে কোন কোন খাবার ছাড়তে হয়েছে বৈভবকে?