Indian Cricketer Retires: ইংল্যান্ড সিরিজের মাঝেই চরম দুঃসংবাদ, অবসর নিলেন ভারতের তারকা ক্রিকেটার

Veda Krishnamurthy Retirement: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার বেদা কৃষ্ণমূর্তি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। শুক্রবার (২৫ জুলাই) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি এই খবরটি শেয়ার করেছেন।

Veda Krishnamurthy Retirement: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার বেদা কৃষ্ণমূর্তি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। শুক্রবার (২৫ জুলাই) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি এই খবরটি শেয়ার করেছেন।

author-image
Koushik Biswas
New Update
Veda Krishnamurthy

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেদা কৃষ্ণমূর্তি

Indian Women Cricket Team: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার বেদা কৃষ্ণমূর্তি (Veda Krishnamurthy) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। শুক্রবার (২৫ জুলাই) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি এই খবরটি শেয়ার করেছেন। বেদা লিখেছেন, 'আমি যতটা ভেবেছিলাম, ক্রিকেট তার থেকে অনেক বেশি দিয়েছে আমাকে। ক্রিকেট খেলার জন্য আমি একটা আলাদা পরিচিতি পেয়েছি। এবার এই খেলা থেকে আমি অবসর গ্রহণ করতে চাই।'

Advertisment

IND W vs ENG W 1st ODI: ব্রিটিশভূমে উড়ল ভারতের বিজয়কেতন, দেশের মেয়েরাই সিধে করল ইংরেজদের

ধন্যবাদ জানালেন কোচ এবং সমর্থকদের

Advertisment

৩২ বছর বয়সি এই ব্যাটার লিখেছেন, 'আমি ছোট শহরের একটা মেয়ে হলেও বড় বড় স্বপ্ন দেখতে ভালবাসতাম। কদুরের শান্ত গলি থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরার সৌভাগ্য অর্জন করেছি... এই খেলা আমাকে খুশি, যন্ত্রণা, লক্ষ্য এবং পরিবার সবকিছু দিয়েছে। আজ আমি এই খেলাকে বিদায় জানাচ্ছি। কিন্তু, ক্রিকেটকে নয়। আমার পরিবার, ভারতীয় ক্রিকেট দলের সতীর্থ, কোচ, বন্ধুবান্ধব এবং পর্দার পিছনে থাকা প্রত্যেক সমর্থককে ধন্যবাদ জানাতে চাই।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'সমর্থকদের জন্য একটাই কথা বলতে চাই, আপনাদের ভালবাসা দুর থেকে পেলেও সেটা আমার কাছে যে কতটা মূল্যবান সম্পদ, সেটা হয়ত আপনারা বুঝবেন না। এই ক্রিকেট খেলা আমাকে একটা আলাদা জীবন দিয়েছে। এবার এই খেলাকেই আমি কিছু অন্তত ফিরিয়ে দিতে চাই। আমার মধ্যে আজও আগুনটা জ্বলছে। জীবনের প্রতিটা পদক্ষেপে গর্বের সঙ্গে খেলেছি। খেলেছি এই দলের জন্য়। খেলেছি ভারতের জন্য।'

IND W vs ENG W: ডুবে গেল ব্রিটিশ সূর্য, ইংল্যান্ডে ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা

বেদার ক্রিকেট কেরিয়ার

ভারতীয় ক্রিকেট দলের হয়ে বেদা ৪৮ ওয়ানডে এবং ৭৬ টি-২০ ম্য়াচ খেলেছেন। এই দুটো ফরম্য়াটে তিনি যথাক্রমে ৮২৯ এবং ৮৭৫ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে তাঁর ঝুলিতে আটটি হাফসেঞ্চুরি রয়েছে। আর টি-২০ ক্রিকেটে জোড়া অর্ধশতরান। মহিলা প্রিমিয়ার লিগে তিনি গুজরাট জায়ান্টসের হয়ে খেলতেন। চার ম্য়াচে ২২ রান করেছেন।

Indian Women Cricket Team Veda Krishnamurthy