Advertisment

ভিডিও: দু-হাতেই উইকেট নিচ্ছেন বোলার

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল কেপটাউন। ডারবান হিটস শুরুটা ভালই করেছিল। তবে পাওয়ার প্লে-র মধ্যেই কেপ টাউনের দুই ওপেনার ডিকক ও জানেমান মালান আউট হয়ে যান।

author-image
IE Bangla Web Desk
New Update
Gregory Mahlokwana

বোলিংয়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন গ্রেগরি (টুইটার)

টি১০ ক্রিকেট লিগে কেভিন কোথিগোদা অদ্ভূত বোলিং অ্যাকশনের কারণে যেদিন শিরোনামে উঠে এলেন। ঠিক তার পরের দিনেই দক্ষিণ আফ্রিকান টি২০ সুপার লিগে নজর কাড়লেন গ্রেগরি মাহলোকওয়ানা। অদ্ভূত বোলিং নন, প্রোটিয়াজ স্পিনার তাক লাগালেন দু-হাতেই বোলিং করে। কেপটাউন ব্লিৎজ-এর বোলার শুধু বোলিংই নয়, উইকেটও পেলেন তিনি দু-হাতের আলাদা ডেলিভারি করেই।

Advertisment

কেপটাউন বনাম ডারবান হিটের খেলা চলছিল মানঝি সুপার লিগে। সেখানেই দু-হাতে উইকেট দখল করে নেট দুনিয়ায় ভাইরাল গ্রেগরি মাহলোকওয়ানা। দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার প্রথমে অষ্টম ওভারে বোলিং করার সময়ে আউট করলেন শারেল এরউইকে। ১৬ রানে শারেল ব্যাটিং করার সময় গ্রেগরি তাঁকে আউট করেন ডান হাতে বোলিং করে।

আরও পড়ুন ভিডিও: নিরাপত্তাকর্মীদের বোকা বানিয়ে বিরাটের পাশে ভক্ত

১০ ওভারের মাথায় ডারবানের অধিনায়ক ডেন ভিলাসকে গ্রেগরি আউট করে বাঁ হাতি বোলার হিসেবে। সরাসরি স্ট্যাম্পস ছিটকে দেন তিনি। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। ক্রিকেট বিশ্বের নজরে উঠে এসেছেন তিনি।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল কেপটাউন। ডারবান হিটস শুরুটা ভালই করেছিল। তবে পাওয়ার প্লে-র মধ্যেই কেপ টাউনের দুই ওপেনার ডিকক ও জানেমান মালান আউট হয়ে যান। তবে মার্কুয়েস আকেরমান ও আসিফ আলির ব্যাটিংয়ের সৌজন্যে স্কোরবোর্ডে ৬ উইকেট হারিয়ে ১৭৪ তুলেছিল।

আরও পড়ুন ভিডিও দেখুন: ‘একদম মুখ বন্ধ করে থাকুন’, ব্রাজিল কোচ তিতেকে হুঙ্কার মেসির

জবাবে ব্যাট করতে নেমে কেপটাউন শুরুতেই তাদের ওপেনার অ্যালেক্স হেলসকে হারায়। উইহান লব ডারবানকে ম্য়াচে রেখেছিলেন ৪২ বলে ৮৩ রানের বিস্ফোরক ইনিংসের সৌজন্যে। তবে কেপটাউন শেষ রক্ষা করতে পারেনি। ১৭৪-এর জবাবে ২০ ওভারে কোনওরকমে ১৬৪/৭ তুলতে সমর্থ হয় কেপটাউন। ১০ রানে কেপটাউন হার স্বীকার করলেও নজর কেড়ে নেয় তাদের বোলার গ্রেগরি মাহলোকওয়ানা।

Read the full article in ENGLISH

cricket
Advertisment