দলকে প্রায়ই তিনি বিপদের হাত থেকে রক্ষা করেন। তবে নিজের প্রিয় বাড়ির রক্ষাকর্তা হিসেবেও যে তাঁকে দেখা যাবে, তা ভাবা যায়নি। গ্লেন ম্য়াক্সওয়েলকে সেই অবতারেই এবার পাওয়া গেল। সোমবারেই বিগব্যাশ লিগে খেলা ছিল লাউশেনস্টনে। সেই ম্য়াচের আগে ম্যাড ম্যাক্সকে দেখা গেল অগ্নি নির্বাপন যন্ত্র নিয়ে বাড়ির সাজানো গাছে তরল ছিটিয়ে দিচ্ছেন যাতে আশেপাশের অগ্নিদগ্ধ গাছের ছাই উড়ে এসে না ক্ষতি করতে পারে।
ম্যাক্সওয়েলের বিগব্যাশ লিগে সতীর্থ ডেল স্টেইন এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল। মেলবোর্ন স্টার্সের তারকা সতীর্থ পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "মনে রাখার মতো একটা দিন উপহার দিলে বন্ধু।"
স্টেইনের সেই ইনস্টা-ভিডিও আবার শেয়ার করা হয় বিগব্যাশ লিগের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে। সেখানে আবার ক্যাপশনে লেখা হল, "লাউশেনস্টনে অদ্ভূতভাবে প্রাক-ম্যাচ পর্বে অধিনায়ককে থামতে হল।"
শুক্রবার অবশ্য মাঠে ত্রাতা হয়ে উঠেছিলেন ম্যাক্সওয়েল। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছিলেন বিগ ব্যাশ লিগের দলকে। চার ছক্কা সমেত ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসে বিবিএলে হিট। ম্যাক্সওয়েলের দুরন্ত ইনিংসের পরে সতীর্থ স্টেইন প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন ম্যাক্সি-কে!
ক্রিকেট.কম.এইউ-কে দেওয়া সাক্ষাৎকারে স্টেইন জানিয়ে দিয়েছিলেন, "টি২০ ক্রিকেটে ম্যাক্সওয়েলের মতো ক্লিনহিটার বিশ্বে খুব রয়েছে। যেভাবে ও প্রতিপক্ষ বোলারদের আক্রমণ করে, তাতে কোনও সন্দেহ নেই ও বেশ স্মার্ট ব্যাটসম্যান। সবাই এবি ডিভিলিয়ার্সের কথা বলে, তবে ম্যাক্সওয়েলকে কিন্তু সেই পর্যায়ের।"
এখানেই না থেমে ম্যাক্সওয়েলকে নিয়ে স্টেইন আরও বলেছেন, "ডিভিলিয়ার্স যে এবি বলা হয়, তা ওঁর নামের আদ্যক্ষরের জন্য। তবে ডিভিলিয়ার্স না থাকলে ম্যাক্সওয়েলকেও ম্যাক্সি, ৩৬০ ডিগ্রি বলা হত। কারণ ম্যাক্সওয়েল যেকোনও জায়গা দিয়ে শট হাঁকাতে পারে।"
Read the full article in ENGLISH