জাতীয় দলের প্রাক্তন তারকা বিনয় কুমারকে এবার প্রতিভা অন্বেষণকারী হিসাবে নিয়োগ করল মুম্বই ইন্ডিয়ান্স। এর আগে পার্থিব প্যাটেল-কে ট্যালেন্ট স্কাউট হিসাবে নিয়োগ করেছিল মুম্বই। তারপরেই এবার বিনয় কুমার।
১৭ বছরের বেশি আন্তর্জাতিক কেরিয়ারে বিনয় কুমার দুবার কর্ণাটককে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করেছিলেন। দুবার আইপিএল (২০১৫, ২০১৭) জিতেছেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই বিনয় কুমার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। আপাতত ৩৭ বছরের তারকা মুম্বই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফে যুক্ত হলেন।
আরো পড়ুন: বিশ্বকাপে ব্যর্থতার পরেও কেন বোর্ড রাখল শাস্ত্রীকে, অবশেষে ফাঁস কারণ
বিনয় কুমারকে দলে ভিড়িয়ে মালিক আকাশ আম্বানি জানিয়ে দিলেন, "আমাদের ট্যালেন্ট স্কাউট প্রোগ্রামে বিনয় কুমারকে যুক্ত করতে পেরে আমি বেশ আনন্দিত। তরুণদের তুলে আনা এবং পরিচর্যা করার ক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্স সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। নিজের ক্রিকেট দর্শনের মাধ্যমে বিনয় কুমার মুম্বইকে সাহায্য করতে পারবেন, এ আমার দৃঢ় বিশ্বাস।"
বিনয় কুমার মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়ে জানিয়েছেন, "মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পুনরায় যুক্ত হতে পেরে সম্মানিত। ক্রিকেটের প্রতি বিভাগে উৎকর্ষ অর্জন করাই মুম্বইয়ের লক্ষ্য। আর ট্যালেন্ট স্কাউট বিষয়ে তাঁদের মূল ভিত্তি। ব্যক্তিগতভাবে এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা হতে চলেছে। ক্রিকেটকে পাল্টা কিছু ফিরিয়ে দেওয়ার এটাই সেরা সুযোগ।"
আরো পড়ুন: শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের আশঙ্কা আজই! KKR পেসারের অভিষেক ঘটাচ্ছেন দ্রাবিড়
আন্তর্জাতিক এবং ঘরোয়া পর্যায়ে প্রতিভা অন্বেষণকারী বিভাগ চালু করে মুম্বই ইন্ডিয়ান্স কার্যত নতুন ধারার সূচনা করেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। ২০১৩ সাল থেকেই একাধিক অজানা ক্রিকেটারকে আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি দিয়েছে মুম্বই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন