WWE-র প্রাক্তন মালিক ভিন্স ম্যাকমেহন (Vince McMahon) কোনও না কোনও কারণে নিয়মিত সংবাদ শিরোনামে উঠে আসেন। ২০২৪ সালের শুরুতেই WWE থেকে অবসর গ্রহণ করেছেন তিনি। আপাতত রেসলিং দুনিয়া থেকে তিনি অনেকটাই দুরে রয়েছেন। ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিতে চাইছেন। তবে শোনা যাচ্ছে, ৭৯ বছর বয়সি ভিন্স নাকি সম্প্রতি এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার (Car Accident) শিকার হয়েছেন। এই ঘটনায় ২ পথচারীর মারাত্মক ক্ষতি হয়েছে। এই কারণে এবার ম্য়াকমোহনের জেলও হতে পারে।
দুর্ঘটনার কবলে ভিন্স ম্য়াকমোহন
সম্প্রতি TMZ-এর একটি প্রতিবেদনে ভিন্স ম্য়াকমোহনকে নিয়ে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত ২৪ জুলাই ভিন্স একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। ম্যাকমেহনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। অন্য একটি গাড়ির খুব কাছাকাছি ছিলেন তিনি। জানা গিয়েছে, সেকারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, ম্যাকমেহনের বেন্টলি গাড়ি আসলে একটি BMW-র পিছনে ধাক্কা মারে। এরপর ডিভাইডার গ্রিলের মধ্যে তা ঢুকে যায়।
Hulk Hogan Death: হঠাৎ হার্ট অ্যাটাকে সব শেষ, কাঁদিয়ে চলে গেলেন কিংবদন্তি WWE তারকা
গোটা রাস্তায় কাঁচ এবং গাড়ির ভাঙা অংশ ছড়িয়ে যায়। রাস্তার অপর প্রান্ত থেকে ফোর্ড সংস্থার একটি কিউজন ফিউসন মডেলের গাড়ি আসছিল। সেটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভাল খবর এটাই যে ভিন্স ম্যাকমেহন সহ তিনজনেরই সিট বেল্ট লাগানো ছিল। সেকারণে কেউই খুব বেশি আহত হননি।
Wrestler Death: চোখের নিমেষে শেষ সবকিছু, ছটফট করতে করতে মৃত্যু WWE তারকার! শোকের ছায়া বিশ্বজুড়ে
কারাবাস হতে পারে ভিন্স ম্য়াকমোহনের?
ভিন্স ম্য়াকমোহনের ভুলের কারণেই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে, একথা অনস্বীকার্য। আর সেকারণে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। জানা গিয়েছে, আগামী মাসে ম্য়াকমোহনকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভিন্সের উপর ইতিপূর্বেই জেনাল গ্রান্ট সম্পর্কিত গুরুতর মামলা চলছে। এবার মরার উপর কার্যত খাঁড়ার ঘা পড়ল। গ্রান্ট কেসের পরই WWE থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ম্য়াকমোহন। এরপর থেকে ট্রিপল এইচ এই কোম্পানির দায়িত্ব গ্রহণ করেছেন। আশঙ্কা করা হচ্ছে, এই গাড়ি দুর্ঘটনার কারণে ম্যাকমেহনকে বেশ মোটা অঙ্কের আর্থিক জরিমানা দিতে হবে।