/indian-express-bangla/media/media_files/2025/05/10/gnsCWONk5WcIjYjxlCN6.jpg)
টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে চলেছেন বিরাট কোহলি?
Virat Kohli Retirenent: টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের ইচ্ছাপ্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) কিংবদন্তী ব্যাটার বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই ব্যাপারে তিনি অবগতও করেছেন। যদিও বোর্ডের শীর্ষ আধিকারিকরা কিং কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস মারফৎ এমনই খবর জানতে পারা গিয়েছে।
বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, 'টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ব্যাপারে বিরাট কোহলি ইতিমধ্যে মনস্থির করে ফেলেছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে সেই ব্যাপারে তিনি জানিয়েও দিয়েছেন। যেহেতু ইংল্যান্ড সফর আপাতত দরজায় কড়া নাড়ছে, সেকারমে বোর্ডের পক্ষ থেকে বিরাটকে এই সিদ্ধান্তের ব্যাপারে পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে। যদিও বিরাট কী সিদ্ধান্ত নেবেন, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানাননি।'
কয়েকদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। এই পরিস্থিতিতে বিরাটও লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন। আগামী কয়েকদিনের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা একটি বৈঠকে বসবেন। সেখানেই আগামী মাসে আয়োজিত পাঁচ ম্য়াচের ইংল্যান্ড টেস্ট সিরিজের দল ঘোষণা করা হবে।
সূত্রের খবর, বর্ডার-গাভাসকার ট্রফির পর থেকেই বিরাট কোহলি তাঁর টেস্ট ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছিলেন। চলতি বছরের শুরুর দিকে এই টুর্নামেন্ট শেষ হয়। পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে বিরাট ঝকঝকে একটি শতরান করেছিলেন। কিন্তু, বাকি চারটে ম্য়াচে তাঁর ব্যাটে রানের খরা দেখতে পাওয়া গিয়েছিল।
Virat Kohli: কেন ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন বিরাট কোহলি? ৩ বছর পর অবশেষে জানালেন আসল কারণ
যদি কোহলি নিজের চিন্তাভাবনায় অনড় থাকেন, তাহলে ভারতীয় ক্রিকেট দলের কাছে সেটা যে কত বড় ধাক্কা হবে, তা অপরিমেয়। কারণ রোহিত শর্মা ইতিমধ্যেই অবসর গ্রহণ করে ফেলেছেন। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে একটা বিশাল শূন্যতা তৈরি হবে। পাশাপাশি চাপ বাড়বে কেএল রাহুল, শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের উপর। ঋষভ পন্থকে বেশ খানিকটা নীচের দিকে খেলতে হবে।
টিম ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা
যদি বিরাট আসন্ন ইংল্যান্ড সফরে না যান, তাহলে টিম ইন্ডিয়ার কাছে সেটা বড় একটা ধাক্কা হবে। কারণ রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল অনেকটাই বিরাটের উপর নির্ভরশীল হবে। আর এই দুজন ক্রিকেটারই তো গত ১১ বছর ধরে টিম ইন্ডিয়ার টেস্ট ব্যাটন সামলাচ্ছেন। ২০১৪ সালের ডিসেম্বর মাস থেকে ভারতীয় টেস্ট ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সেই ব্যাটন তুলে দেওয়া হয়েছিল রোহিত শর্মার হাতে।