Virat Kohli Fitness Test: কেন ফিটনেস টেস্টে 'বিশেষ ছাড়' বিরাটকে? প্রশ্ন সমর্থকদের

Virat Kohli Fitness Test: সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড টিম ইন্ডিয়ার ফিটনেস টেস্ট নিয়েছে। তবে বিরাট কোহলিকে ভারতে আসার দরকার পড়েনি। BCCI তাঁকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছে।

Virat Kohli Fitness Test: সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড টিম ইন্ডিয়ার ফিটনেস টেস্ট নিয়েছে। তবে বিরাট কোহলিকে ভারতে আসার দরকার পড়েনি। BCCI তাঁকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli and Gautam Gambhir

বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর

Virat Kohli: সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড টিম ইন্ডিয়ার ফিটনেস টেস্ট নিয়েছে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে এই ফিটনেস টেস্ট আয়োজন করা হয়েছিল। রোহিত শর্মা (Rohit Sharma), জসপ্রীত বুমরাহ এবং শুভমান গিল সহ ভারতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এই টেস্টে অংশগ্রহণ করেছিলেন। তবে বিরাট কোহলিকে ভারতে আসার দরকার পড়েনি। BCCI তাঁকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছে। কোহলির জন্য় ভারতীয় ক্রিকেট বোর্ড আলাদা করে নিয়ম চালু করেছে।

Advertisment

Amitabh Bachchan on Virat Kohli: কোহলির ব্যাপারে বলতে গিয়ে গলা বুজে এল অমিতাভের, চোখ ভিজল জলে!

লন্ডনেই হয়েছে বিরাট কোহলির ফিটনেস টেস্ট

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, লন্ডনেই বিরাট কোহলির ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে। খুব সম্ভবত ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এই প্রথমবার দেখা গেল। কোনও একজন ক্রিকেটারকে এমন স্পেশাল ছাড় দেওয়া হল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিরাট কোহলি আপাতত লন্ডনেই থাকেন। কয়েকদিন আগে লন্ডন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে তিনি ট্রেনিং সেশন করেছিলেন। সেই ছবিও প্রকাশ্যে এসেছিল। তখন থেকেই জল্পনা শুরু হয়েছে যে তিনি হয়ত আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারেন। বিরাট কোহলিকে আর বেঙ্গালুরু আসার দরকার পড়েনি। বিসিসিআই তাঁর জন্য নিয়ম বদল করেছে। তবে আনন্দের বিষয় হল, কিং কোহলি যাবতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

Advertisment

Virat Kohli Record: সাধে বলে ঈশ্বর! শচীনের এই রেকর্ড আজও অধরা কিং কোহলির

রোহিত শর্মা সহ অন্য় ক্রিকেটাররাও ফিটনেস টেস্টে পাস করেছেন

বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অফ এক্সিলেন্সে বিসিসিআই এই ফিটনেস টেস্টের আয়োজন করেছিল। এরমধ্যে ইয়ো-ইয়ো এবং ব্রঙ্কো টেস্ট ছিল। রোহিত শর্মা, শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা এবং জীতেশ শর্মা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সূত্রের খবর, প্রত্যেকেই এই ফিটনেস টেস্টে পাস করে গিয়েছেন। বিশেষ করে শুভমান গিল এবং জসপ্রীত বুমরাহকে নিয়ে প্রশ্ন ছিল। কারণ, আসন্ন এশিয়া কাপে তাঁরা দুজনেই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছেন।

Virat Kohli: 'গোটা দেশ তোমাকে চায় বিরাট!', কোহলিকে ছাড়া জীবন ছারখার কংগ্রেসের ডাকাবুকো নেতার

কবে আবারও ২২ গজের লড়াইয়ে দেখা যাবে বিরাট কোহলিকে?

টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি। আপাতত শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটে তিনি টিম ইন্ডিয়ার হয়ে খেলতে নামবেন। আগামী অক্টোবর মাসে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। এই সিরিজে কার্যত নিশ্চিতভাবেই বিরাট কোহলি খেলতে নামবেন। সেকারণেই তিনি অনুশীলন শুরু করেছেন।

Rohit Sharma BCCI Virat Kohli