Shashi Tharoor says, he misses Virat Kohli more than ever: ওভালের ঐতিহাসিক মাঠে পঞ্চম ও শেষ টেস্টের (IND vs ENG) শেষ দিনেই নির্ধারিত হবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) ভাগ্য। সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। শেষ টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য হোম টিমের দরকার মাত্র ৩৫ রান, হাতে রয়েছে চারটি উইকেট। ভারতের পক্ষে এখনও শেষ আশা হয়ে রয়েছেন শুভমান গিল এবং দলের পেস আক্রমণ।
সিরিজ জুড়ে ভারত টেস্ট ক্রিকেটে লড়াকু মানসিকতার পরিচয় দিলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাটিং ব্যর্থতা, চোট, এবং দুর্ভাগ্য বড় ফারাক গড়ে দিয়েছে। আগের টেস্টেই দেখা গিয়েছিল ঋষভ পন্থ (Rishabh Pant) ভাঙা পায়ের আঙুল নিয়ে ব্যাট করতে নামেন, দলকে টেনে তুলতে।
আরও পড়ুন বিরাটের পিছনে ছুরি মেরেছিল RCB-ই! সম্মান বাঁচাতে তড়িঘড়ি চরম সিদ্ধান্ত কোহলির
এই প্রেক্ষাপটেই কংগ্রেস নেতা ও বিশিষ্ট ক্রিকেটপ্রেমী শশী থারুর (Shashi Tharoor) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এক আবেগঘন বার্তা। এক্স (পূর্বে টুইটার)-এ তিনি লেখেন, “এই সিরিজে আমি বিরাট কোহলিকে বেশ কয়েকবার মিস করেছি, কিন্তু এই টেস্ট ম্যাচে যতটা মিস করেছি, ততটা কখনও হয়নি। তাঁর দৃঢ়তা, আগ্রাসী মনোভাব, মাঠে উপস্থিতি এবং অনুপ্রেরণামূলক নেতৃত্ব হয়তো ফল বদলে দিতে পারত। তাঁর ব্যাটিং স্কিল তো আলাদাই। অবসর নেওয়ার সিদ্ধান্ত কি আগে হয়ে গেল? বিরাট, দেশের তোমাকে প্রয়োজন!”
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন বিরাট কোহলি। তখন তাঁর বয়স ছিল ৩৬ বছর। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেও, টেস্টে তাঁর যাত্রা শুরু হয় ২০১১ সালের ২০ জুন, কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। দীর্ঘ ১৪ বছরে তিনি ভারতের হয়ে ১২৩টি টেস্টে প্রতিনিধিত্ব করেছেন এবং অনেক স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন।
আরও পড়ুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 'গুডবাই' বিরাটের! আইপিএল থেকে অবসর নিচ্ছেন কোহলি?
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রামে কোহলি লেখেন, “টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু পরেছিলাম ১৪ বছর আগে। এই ফর্ম্যাট আমাকে গড়ে তুলেছে, শিক্ষা দিয়েছে এবং অগণিত স্মৃতি দিয়েছে। সাদা জার্সিতে খেলার মধ্যে এক ধরনের নীরব গর্ব রয়েছে, যা কথায় প্রকাশ করা কঠিন।” তিনি আরও লেখেন, “আমি আমার সর্বস্ব দিয়েছি, এবং এটি আমাকে প্রত্যাশার থেকেও অনেক বেশি ফিরিয়ে দিয়েছে। আমি কৃতজ্ঞ হৃদয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছি, এবং সবসময় এই অধ্যায়ের দিকে হাসিমুখে ফিরে তাকাব।”
পোস্টের শেষে কোহলি লেখেন, “#২৬৯, সাইনিং অফ”, যেখানে ২৬৯ হল ভারতের হয়ে তাঁর টেস্ট ক্যাপ নম্বর।
শেষ টেস্টে বিরাট কোহলি সত্যিই থাকলে কি সিরিজের ফল ভিন্ন হতে পারত? হয়তো উত্তর লুকিয়ে আছে ওভালের শেষ দিনে।
আরও পড়ুন অবসরের একবছর পরেও 'বিরাট' রেকর্ড! মাঠে না নেমেই বিরল নজির কিং কোহলির