Advertisment

চার বোলারে খেলানোর ইঙ্গিত কোহলির, পিচ দেখেই চূড়ান্ত হবে কম্বিনেশন

কোহলি সবসময়েই পাঁচ বোলারের নীতিতে বিশ্বাসী। কারণ, কোহলির নীতি অনুযায়ী, টেস্ট জিততে হলে বিপক্ষের ২০ উইকেট দখল করা প্রয়োজন। তবে পরিবেশ পরিস্থিতি বুঝে কোহলি নিজেরই স্ট্র্যাটেজি থেকে সরে আসার বার্তা দিচ্ছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

সাংবাদিক সম্মেলনে কোচ রবি শাস্ত্রীর সঙ্গে বিরাট কোহলি (টুইটার)

বৃহস্পতিবার থেকেই শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। এর মধ্য দিয়েই কোহলিরা আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গোলার্ধে ঢুকে পড়ছেন। আর অ্য়ান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারত হয়তো শুরুর টেস্টেই চার বোলার নিয়ে খেলতে চাইছেন। এমনই ইঙ্গিত দিয়েছেন কোহলি সাংবাদিক সম্মেলনে বিরাটের ইঙ্গিতপূর্ণ বার্তা, "পিচ ঢাকা ছিল। তাই সেভাবে পিচ পরীক্ষা করতে পারিনি আমরা। তবে শেষ মুহূর্তে পিচের কন্ডিশন দেখে আমরা চূড়ান্ত করব তিন পেসার-এক স্পিনার নাকি দুই পেসার-দুই স্পিনারে দল সাজানো হবে।" এর অর্থ বোলারদের কম্বিনেশন যাই হোক না কেন, টিম ইন্ডিয়া যে আজ চার বোলার নিয়ে খেলতে নামবে, তা একপ্রকার পাকা। অর্থাৎ, অতিরিক্ত ব্যাটসম্যান বোঝাই করেই প্রথম একাদশ সাজাবেন কোহলি।

Advertisment

ঘটনাচক্রে, কোহলি সবসময়েই পাঁচ বোলারের নীতিতে বিশ্বাসী। কারণ, কোহলির নীতি অনুযায়ী, টেস্ট জিততে হলে বিপক্ষের ২০ উইকেট দখল করা প্রয়োজন। তবে পরিবেশ পরিস্থিতি বুঝে কোহলি নিজেরই স্ট্র্যাটেজি থেকে সরে আসার বার্তা দিচ্ছেন। এর পাশাপাশি কোহলি আরও জানিয়েছেন, "শেষবার যখন ইংল্যান্ড এই পিচে খেলেছিল, সেই সময় পিচে যথেষ্ট বাউন্স ছিল। তাই দল সাজানোর সময় এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। যে কোনও ছকে নামতে আমরা আপাতত প্রস্তুত।"

কোহলি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্ট হারার পর আমরা বুঝেছিলাম কোথায় সমস্যা হচ্ছে। সেই সব শুধরে নেওয়ার ফলেই মেলবোর্ন টেস্ট জিতেছিলেম। এটাই সবসময় হওয়া উচিত। নিজেকে প্রতি ম্যাচে আরও ভাল করতে হবে। তাহলেই জয় আসবে।’

অস্ট্রেলিয়া দুরন্ত সিরিজ জয়। আবার ইংল্য়ান্ডে সিরিজ হার। ভাল-মন্দ মেশানো টেস্ট সিরিজের স্মৃতি এখনও টাটকা টিম ইন্ডিয়ার অন্দরমহলে। তাই কোহলি জানাচ্ছেন, "পার্থে আমাদের হার শিক্ষা দিয়ে গিয়েছিল, কী করা প্রয়োজন ছিল। মেলবোর্নে পরের টেস্টে নামার আগে আমরা বুঝতে পেরেছিলাম, কীভাবে রণকৌশল সাজাবো। এই কারণেই অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে পেরেছিলাম আমরা।"

আরও পড়ুন রোহিত, রাহানে দুজনকেই খেলাতে বলছেন সৌরভ, পাল্লা ভারি ঋষভেরও

প্রথম টেস্ট প্রিভিউ: প্রতিপক্ষের পাশাপাশি কোহলির চ্যালেঞ্জ কম্বিনেশন ঠিক করা

পাশাপাশি কোহলি আরও জানিয়েছেন, "টেস্ট ক্রিকেটে নিজের ভুল বুঝতে পেরে তা শুধরে নেওয়াটা আসল। এবং কত তাড়াতাড়ি আমরা সেই ভুল থেকে শিক্ষা নিতে পারছি, সেটাও দেখার। টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই প্রয়োজন।"

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে দুটো টেস্টে হারালে ভারত ১২০ পয়েন্ট সংগ্রহ করবে। যা শুরুতেই ভারতকে ভাল পজিশনে পৌঁছে দেবে। সেই দিকেই ফোকাস করে বিশ্বের একনম্বর টেস্ট দলের অধিনায়ক স্বয়ং জানাচ্ছেন, "টেস্ট ক্রিকেটে আমরা শিখেছি অনেক। পরিস্থিতি অনুযায়ী খেলা আমাদের পক্ষেই। তবে ক্ষয়ক্ষতি মেরামত করার ক্ষেত্রে আমরা পিছিয়ে। এটাই টেস্ট ক্রিকেটের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কোনও সেশনে ছয় উইকেট হারানোর পরে ম্যাচে ফিরে আসার আশা না করাই ভাল।"

ক্যাপ্টেন কোহলি জানাচ্ছেন, "এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলে টেস্ট খেলা আরও উত্তেজক হবে। সব দল পুরো পয়েন্ট পেতে চাইবে। ফলে লড়াইয়ের মানসিকতা আরও বেড়ে যাবে। এতে টেস্ট ক্রিকেটের মাণ আরও বাড়বে।"

Read the full article in ENGLISH

cricket West Indies
Advertisment