RCB IPL Playoff Qualification: দিল্লিকে হারিয়ে 'ফার্স্ট বয়' আরসিবি, এবার ছিটকে গেল কলকাতা?

RCB vs DC IPL 2025 match: রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল আরসিবি। এই ম্য়াচে রজত পতিদারের দল ৬ উইকেটে জয়লাভ করে। আর সেইসঙ্গে উঠে এসেছে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে।

RCB vs DC IPL 2025 match: রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল আরসিবি। এই ম্য়াচে রজত পতিদারের দল ৬ উইকেটে জয়লাভ করে। আর সেইসঙ্গে উঠে এসেছে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে।

author-image
Koushik Biswas
New Update
Varun Chakravarthy and Virat Kohli

বরুণ চক্রবর্তী এবং বিরাট কোহলি

RCB Top Of IPL 2025 Points Table: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে আয়োজিত ম্য়াচে রবিবার (২৭ এপ্রিল) আরসিবি ৬ উইকেটে জয়লাভ করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে বিরাট কোহলি (Virat Kohli) ছাড়াও ক্রুনাল পান্ডিয়া নজরকাড়া অর্ধশতরান করেছেন। আর সেকারণেই দিল্লি এই ম্য়াচে ৬ উইকেটে ধরাশায়ী হয়েছে। এই জয়ের পাশাপাশি পয়েন্ট তালিকাতেও বাম্পার ফায়দা হয়েছে আরসিবি-র। আপাতত তারা শীর্ষ স্থানে উঠে গিয়েছে।

Advertisment

বাজিমাত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

এই ম্য়াচে আরসিবি দিল্লি ক্যাপিটালসকে দুরমুশ করার পাশাপাশি গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করেছে। আপাতত রজত পতিদারের দল ১৪ পয়েন্টস অর্জন করার পাশাপাশি লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে। ১০ ম্য়াচের মধ্যে সাতটাতেই তারা জয়লাভ করেছে। মাত্র তিনটে ম্য়াচ তাদের হাতছাড়া হয়েছে।

আরও পড়ুন -

Advertisment

MI vs LSG Highlights, IPL Match Today: অলআউট লখনউ, পরপর ৫ ম্য়াচে জিতল মুম্বই ইন্ডিয়ান্স

অন্যদিকে, গুজরাট টাইটান্স ৮ ম্য়াচের মধ্যে হাফডজন ম্য়াচে জয়লাভ করেছে। হেরেছে ২ ম্য়াচে। ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। শুভমান গিলের দল আপাতত দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। এরপর তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের কাছেও ১২ পয়েন্ট রয়েছে। 

আরও পড়ুন -

DC vs RCB Highlights: বিরাট রাজত্বে টলল দিল্লির মসনদ, পয়েন্ট টেবিলের শীর্ষে বেঙ্গালুরু

আরসিবি-র কাছে হেরে যাওয়ার পর দিল্লি ক্যাপিটালস আপাতত চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে। দিল্লি এখনও পর্যন্ত ৯ ম্য়াচের মধ্যে ছ'টায় জয়লাভ করেছে। হেরেছে তিনটে ম্য়াচে। দিল্লির কাছেও আপাতত ১২ পয়েন্টস রয়েছে। পঞ্চম স্থানে দাঁড়িয়ে রয়েছে ১১ পয়েন্ট। শনিবার তারা ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল। কিন্তু, বৃষ্টির কারণে ম্য়াচটা ভেস্তে যায়। এই পরিস্থিতিতে দুটো দলকেই ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন -

Venkatesh Iyer KKR: ক্রমশ 'দলের বোঝা' হয়ে উঠছেন ভেঙ্কটেশ? আসল কথাটা ফাঁস করলেন কুম্বলে

৩ দলের বিদায় কার্যত নিশ্চিত

চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সামনে প্লে-অফ (IPL 2025 Playoff Scenario) যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। পয়েন্ট তালিকায় ১০ নম্বরে দাঁড়িয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের কাছে ৪ পয়েন্ট রয়েছে। রাজস্থানও ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। তবে ৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে দাঁড়িয়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

আরও পড়ুন -

KKR IPL 2025 Playoff Qualification: কীভাবে আইপিএল প্লে-অফে উঠতে পারে কেকেআর? মিলিয়ে নিন কঠিন অঙ্ক

দেখে নিন পয়েন্টস টেবিলের সর্বশেষ আপডেটস:

IPL 2025 Points Table Update

কীভাবে আইপিএল প্লে-অফে উঠতে পারে কেকেআর?

অজিঙ্কা রাহানের নেতৃত্বে এই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৯ ম্য়াচে মাত্র ৭ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। তিনটে ম্য়াচ জিততে পেরেছে। আর একটি ম্য়াচ অমীমাংসিত হয়ে গিয়েছে। বাকি ৫ ম্যাচে হার স্বীকার করেছে কেকেআর। যদি কেকেআর পরবর্তী প্রত্যেকটা ম্য়াচে জয়লাভ করে, তাহলে তারা মোট ১৭ পয়েন্টে পৌঁছবে। সেক্ষেত্রে কেকেআর চোখ বন্ধ করে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে।  কিন্তু, যদি তারা একটাও ম্য়াচ হেরে যায়, সেক্ষেত্রে ১৫ পয়েন্টে তারা দাঁড়াবে। এই পরিস্থিতিতে বাকি দলগুলোর ফলাফলের উপর তাদের নির্ভর করতে হবে। আর যদি পরবর্তী ২ ম্যাচে তারা হেরে যায়, তাহলে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।

Kolkata Knight Riders Delhi Capitals Royal Challengers Bengaluru IPL 2025 Playoff Scenario IPL 2025