Virat Kohli Retirement: চরম অপমানেই 'অবসর' কিং কোহলির? সত্যিটা ফাঁস করলেন সেহওয়াগ

Virat Kohli retirement: গত ১২ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসরের কথা জানিয়ে দেন। বিরাটের ঠিক আগেই অর্থাৎ গত ৭ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রোহিত শর্মাও লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।

Virat Kohli retirement: গত ১২ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসরের কথা জানিয়ে দেন। বিরাটের ঠিক আগেই অর্থাৎ গত ৭ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রোহিত শর্মাও লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli and Virender Sehwag

বিরাট কোহলি এবং বীরেন্দ্র সেহওয়াগ

Indian Cricket Team: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) ইতিমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। কিন্তু, বিরাট যে আচমকা এই সিদ্ধান্ত কেন গ্রহণ করলেন, ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে তা এখনও অজানা। অধিকাংশ সমর্থকই চাইছেন যে বিরাট যেন তাঁর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন এবং ভারতীয় টেস্ট স্কোয়াডে আবারও ফিরে আসেন। বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার আবার এও মন্তব্য করেছেন যে কিং কোহলি একটু তাড়াতাড়িই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে ফেললেন। এই তালিকায় নাম রয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগেরও (Virender Sehwag)। বিরাট কোহলির অবসর নিয়ে ফের বোমা ফাটালেন নজফগড়ের নবাব।

Advertisment

Virat-Anushka: RCB ক্যাম্পে নয়া অবতারে বিরাট-অনুষ্কা, নিমেষে ভাইরাল Mr. and Mrs. কোহলির Video

বিতর্কিত মন্তব্য বীরেন্দ্র সেহওয়াগের

২০২৫ আইপিএল টুর্নামেন্টে শুক্রবার (২৩ মে) সানরাইজার্স হায়দরাবাদ এবং আরসিবি খেলতে নেমেছিল। এই ম্য়াচে বিরাট কোহলির ব্যাট থেকে ৪৩ রানের একটি ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। এই ইনিংস দেখার পর বীরেন্দ্র সেহওয়াগ মন্তব্য করেছেন, বিরাট এখনও নিশ্চিন্তে ২ বছর টেস্ট ক্রিকেট খেলতে পারতেন। বীরুর কথায়, 'বিরাট কোহলি চোখ বন্ধ করে আরও ২ বছর টেস্ট ক্রিকেট খেলতে পারতেন। একটু তাড়াতাড়িই লাল বলের ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করে ফেললেন। যেভাবে ও নিজের ফিটনেসের খেয়াল রাখে, তাতে হেসেখেলে আরও ২ বছর টেস্ট ক্রিকেটে রাজত্ব করতে পারতেন। কিন্তু, বিরাট যে কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন, সেটা উনিই ভাল বলতে পারবেন। এটা প্রত্যেক ক্রিকেটারেরই একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত। যখন কোনও ক্রিকেটার নিজেকে ক্লান্ত বলে মনে করে, তখনই এমন সিদ্ধান্ত নেয়।'

Advertisment

Rohit-Virat Retirement: 'স্বার্থপর না হয়ে দেশের কথা ভাবো'! রোহিতকে জোর ধমক 'শ্বশুরের', কী বললেন তিনি?

১২ মে অবসর গ্রহণ করেছিলেন বিরাট কোহলি

২০২৫ আইপিএল টুর্নামেন্ট শেষ হওয়ার পর আগামী জুন মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। কিছুক্ষণের মধ্যে সেই স্কোয়াডও ঘোষণা করা হয়ে যাবে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। এই সিরিজের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি।

Virat Kohli 5 Records: হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির এই ৫ 'বিরাট' রেকর্ড, না জানলে হাত কামড়াবেন

গত ১২ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসরের কথা জানিয়ে দেন। বিরাটের ঠিক আগেই অর্থাৎ গত ৭ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রোহিত শর্মাও লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এই দুই ক্রিকেটার অবসর গ্রহণ করার পর টিম ইন্ডিয়ার সমর্থকরা কার্যত স্তম্ভিত হয়ে যান।

Virender Sehwag Virat Kohli Indian Cricket Team