Virat Kohli: সম্প্রতি এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ইংল্যান্ড তথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) প্রাক্তন ক্রিকেটার মইন আলি (Moeen Ali)। তিনি দাবি করেছেন, ২০১৯ সালেই নাকি আরসিবি (RCB) সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে বিরাট কোহলির থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হবে। আর সেটা তুলে দেওয়া হবে পার্থিব প্যাটেলের হাতে। আজতক-কে দেওয়া একটি স্পেশাল ইন্টারভিউয়ে মইন একথা জানিয়েছেন। ২০১৯ এবং ২০২০ সালে এই ইংরেজ ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন। এরপর তিনি চেন্নাই সুপার কিংসে যোগ দেন। এরপর তাঁর আইপিএল কেরিয়ার রকেট গতিতে দৌড়তে শুরু করে।
Virat Kohli RCB Captain: ফের অধিনায়ক হচ্ছেন 'কিং' কোহলি! টেস্ট থেকে অবসর নিতেই স্বপ্নপূরণ?
চাঞ্চল্যকর মন্তব্য মইন আলির
মইন আলি বলেছেন, 'হ্যাঁ, আমার মনে হয় যে পার্থিব অধিনায়কত্ব গ্রহণের জন্য একেবারে প্রস্তুত ছিলেন। বিশেষ করে গ্যারি কার্স্টেন যখন দলের হেড কোচ ছিলেন, সেইসময় বিষয়টা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল। পার্থিবের ক্রিকেটীয় মস্তিষ্ক এককথায় অসাধারণ। শেষপর্যন্ত কেন সিদ্ধান্ত গ্রহণ করা হল না, সেটা আমি বলতে পারব না। কিন্তু, ব্যাপারটা নিয়ে যথেষ্ট কথাবার্তা হয়েছিল।'
Virat Kohli RCB: ১৮ বছর পর এসেছে সাফল্য, আইপিএল জিতেই অবসর নিচ্ছেন বিরাট কোহলি?
বিরাটের অধিনায়কত্ব নিয়ে উঠেছিল প্রশ্ন
২০১৩ সালে ড্যানিয়েল ভেত্তোরির পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন বিরাট কোহলি। ২০২১ সাল পর্যন্ত তিনি এই দলের অধিনায়ক ছিলেন। ২০১৬ সালে ফাইনালে ওঠার পর বেশ কয়েক বছর আরসিবি-কে লড়াই করতে হয়েছিল। এই হতাশাজনক ফলাফলের কারণে বিরাট কোহলির ক্যাপ্টেন্সি নিয়ে যথেষ্ট আলোচনা হয়। ইতিমধ্যে প্যাটেলের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে বিকল্প অধিনায়ক হিসেবে চিন্তাভাবনা করা হচ্ছিল।
Virat Kohli RCB IPL : শোলের বন্ধুত্বেই পূর্ণতা বিরাট-এবি জুটির! গোটা দেশের হৃদয় ছুঁল সৃজিতের পোস্ট
২০২০ সালে প্রত্যাবর্তন এবং এক নয়া যুগের সূচনা
২০২০ সালে কোহলি এবং কোচ সাইমন কাটিচ জুটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে-অফে তুলেছিল। এরপর ২০২১ সালে বিরাট এই দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। যুক্তি দিয়েছিলেন, তাঁর ওয়ার্কলোড অনেকটা বেড়ে যাচ্ছে। এরপর ফাফ ডু প্লেসিকে অধিনায়ক নির্বাচন করা হয়। ২০২৫ সালে প্রথমবার IPL খেতাব জয় করে আরসিবি। অধিনায়কত্বের ব্যাটন ছিল রজত পতিদারের হাতে। কিন্তু, কোহলি দুর্দান্ত ব্যাটিং করেন। গত আইপিএল মরশুমে বিরাট ১৫ ম্য়াচে মোট ৬৫৭ রান করেছিলেন। দলের মেন্টর হিসেবে রজতকে সঠিক রাস্তা দেখিয়ে দেন।
Virat Kohli RCB: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 'গুডবাই' বিরাটের! আইপিএল থেকে অবসর নিচ্ছেন কোহলি?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৯ সালের পর পার্থিব আর আইপিএল টুর্নামেন্ট খেলেননি। ১৩৯ ম্য়াচে ২,৮৪৮ রান করে এই টুর্নামেন্ট থেকে অবসর গ্রহণ করেন তিনি। চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেতাব জয় করেছিলেন পার্থিব। ২০২৫ সালে গুজরাট টাইটান্সের মেন্টর পদে যোগ দেন। তাঁর রণনীতি দলকে একটা নতুন রাস্তা দেখায়।