/indian-express-bangla/media/media_files/2025/08/05/ind-vs-eng-2025-08-05-09-38-03.jpg)
IND vs ENG: ভারতের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত বিরাট কোহলি
Virat Kohli on India's win in Oval Test: ওভালে ভারতের ঐতিহাসিক টেস্ট (IND vs ENG) জয়ে উল্লাসে ভাসছে গোটা দেশ। ইংল্যান্ডকে পঞ্চম টেস্টে ৬ রানে হারিয়ে সিরিজ ২-২-এ সমতায় ফেরাল টিম ইন্ডিয়া। ম্যাচে দু'বার পিছিয়ে পড়েও ভারতীয় দল হাল ছাড়েনি, এবং শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। ক্রিকেটপ্রেমী থেকে প্রাক্তন ক্রিকেটার, সকলেই প্রশংসায় ভরিয়েছেন ভারতীয় অধিনায়ক, কোচ এবং দলের খেলোয়াড়দের।
বিরাট কোহলিও (Virat ohli) ভারতীয় দলের এই জয়ের প্রশংসা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও প্রসিদ্ধ কৃষ্ণর (Prasidh Krishna) পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। তবে আশ্চর্যের বিষয়, কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) নাম তিনি উল্লেখই করেননি।
আরও পড়ুন 'সিরাজ কোনওদিন ভারতকে ডোবায়নি', ওভালের কীর্তিমানকে প্রশংসায় ভরালেন সৌরভ
অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে ভারত ইংল্যান্ডকে ৩৭৪ রানের লক্ষ্য দেয়। একসময় ইংল্যান্ড ৩ উইকেটে ৩০১ রান করে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু তখনই বাজিমাত করেন ভারতীয় বোলাররা।
মহম্মদ সিরাজ ৫ উইকেট এবং প্রসিদ্ধ কৃষ্ণ ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ৩৬৭ রানেই গুটিয়ে দেন। শেষ উইকেটটি নেন সিরাজ।
আরও পড়ুন বিশ্বাসে মিলায় জয়, ওভালে দেখিয়ে দিলেন সিরাজ, এক ফুলটসেই শেষ ইংল্যান্ডের জারিজুরি
কোহলি তাঁর পোস্টে লেখেন, "টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়। সিরাজ ও প্রসিদ্ধের সংকল্প এবং লড়াই আমাদের এই জয় এনে দিয়েছে। বিশেষভাবে সিরাজের কথা বলতেই হবে, সে দলের জন্য সবকিছু উজাড় করে দেয়। আমি ওঁর জন্য খুব খুশি।"
Great win by team india. Resilience and determination from Siraj and Prasidh has given us this phenomenal victory. Special mention to Siraj who will put everything on the line for the team. Extremely happy for him ❤️@mdsirajofficial@prasidh43
— Virat Kohli (@imVkohli) August 4, 2025
ম্যাচে সিরাজ প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৪ উইকেট। সব মিলিয়ে ৯ উইকেট নিয়ে তিনি হয়েছেন ম্যাচ সেরা। সিরিজে তিনি সর্বাধিক ২৩ উইকেট নেওয়া বোলার। ভারতের হয়ে সিরিজের সবকটি ম্যাচ খেলা একমাত্র বিশেষজ্ঞ বোলার ছিলেন তিনি।
এই জয়ে ভারতীয় দল যেমন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, তেমনি নতুন অধিনায়ক এবং কোচের যুগলবন্দিতেও নজর রাখছে ক্রিকেটবিশ্ব, যদিও বিরাট কোহলির পোস্টে সেই দুই স্তম্ভের নাম অনুপস্থিতই থেকে গেল।