scorecardresearch

ফের বিশ্বসেরার মুকুট বিরাট-স্মৃতির মাথায়

বিশ্ব ক্রিকেটের দুই স্টার ভারতীয় খেলোয়াড় ফের একবার আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত। সিয়েট ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাওয়ার্ডস তাদের ২০১৯ সংস্করণে বর্ষসেরা পুরুষ ও মহিলা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বিরাট-স্মৃতিকেই বেছে নিয়েছে। 

Virat Kohli, Smriti Mandhana bag top honours in CEAT International Cricket Awards
ফের বিশ্বসেরার মুকুট বিরাট-স্মৃতির মাথায় (ছবি-টুইটার)

বিশ্ব ক্রিকেটের দুই স্টার ভারতীয় খেলোয়াড় ফের একবার আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত। সিয়েট ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাওয়ার্ডস তাদের ২০১৯ সংস্করণে বর্ষসেরা পুরুষ ও মহিলা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বিরাট-স্মৃতিকেই বেছে নিয়েছে।

পুরস্কার মঞ্চে বিরাট-স্মৃতির শাসন অব্য়াহত। কিছুদিন আগেই উইজডেন মাতিয়ে ছিলেন ভারতের এই দুই কৃতী ক্রিকেটার। উইজডেনের লিডিং ক্রিকেটার ইন দ্য় ওয়ার্ল্ডের সম্মানে ভূষিত হয়েছিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। লিডিং উইমেন ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ডের মুকুট উঠেছিল স্মৃতির মাথায়।

আরও পড়ুন: পা বেয়ে অঝোরে রক্ত পড়ছিল, তবুও থামেনি ওয়াটসনের ব্যাট

চলতি বছর জানুয়ারিতে বাইশ গজে নয়া ইতিহাস লিখেছিলেন বিরাট। আইসিসি-র ত্রিমুকুটে ভূষিত হয়েছিলেন কিং। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটারের (স্যার গারফিল্ড সোর্বাসের নামাঙ্কিত এই পুুরস্কার) পাশাপাশি সেরা ওয়ান-ডে ও টেস্ট ক্রিকেটারের ত্রিমুকুট উঠেছে তাঁর মাথায়। এখানেই শেষ নয়. কিং কোহলি আইসিসি-র বর্ষসেরা ওয়ান-ডে ও টেস্ট টিমের অধিনায়ক হিসাবেও নির্বাচিত হয়েছেন। বিরাটের মতো স্মৃতিও গতবছর অসাধারণ ক্রিকেটই খেলেছেন। বিরাট-স্মৃতি দু’জনেই ২০১৮-তে ওয়ান-ডে ও টি-২০ ফর্ম্য়াটে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন।


২০১৯ সালের সিয়েট ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাওয়ার্ডসে পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা

জীবনকৃতী সম্মানে ভূষিত মহিন্দর অমরনাথ

আন্তর্জাতিক ক্রিকেটার ও বর্ষসেরা ব্যাটসমান-বিরাট কোহলি

আন্তর্জাতিক বর্ষসেরা বোলার-জসপ্রীত বুমরা

আন্তর্জাতিক বর্ষসেরা টেস্ট ক্রিকেটার-চেতেশ্বর পূজারা

আন্তর্জাতিক বর্ষসেরা ওয়ান-ডে ক্রিকেটার- রোহিত শর্মা

আন্তর্জাতিক বর্ষসেরা টি-২০ প্লেয়ার-অ্য়ারন ফিঞ্চ

আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স অফ দ্য ইয়ার- কুলদীপ যাদব

আন্তর্জাতিক বর্ষসেরা টি-২০ বোলর- রশিদ খান

ঘরোয়া বর্ষসেরা ক্রিকেটার-আশুতোষ আমন

আন্তর্জাতিক মহিলা বর্ষসেরা ক্রিকেটার- স্মৃতি মন্ধনা

জুনিয়র ক্রিকেটার অফ দ্য ইয়ার- যশবী জয়সওয়াল

বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক- শ্রীরাম বিরা ও স্নেহাল প্রধান

বিশেষ সম্নান- প্রয়াত অজিত ওয়াদেকর

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Virat kohli smriti mandhana bag top honours in ceat international cricket awards101872