২০১৭-র মহিলা বিশ্বকাপের ঘটনা। টিম ইন্ডিয়ার অধিনায়ক মিতালি রাজকে ম্য়াচের ফাঁকে প্য়াড-আপ করা অবস্থায় বই পড়তে দেখা গিয়েছিল। সোশাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছিল।
এবার বিরাট কোহলিকে দেখা গেল ড্রেসিংরুমে বই পড়তে। রবীন্দ্র জাদেজা যখন দলকে ভদ্রস্থ একটা স্কোর উপহার দেওয়ার জন্য় লড়াই করছেন, তখন টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেনের দিকে ক্য়ামেরা প্য়ান করেছিল। কোহলির হাতে দেখা গিয়েছিল স্টিভেন সিলভাস্টারের বই 'ডিটক্স ইওর ইগো: সেভেন ইজি স্টেপস টু অ্যাচিভিং ফ্রিডম, হ্য়াপিনেস অ্যান্ড সাকসেস ইন ইওর লাইফ'।
আরও পড়ুন: শচীনের এই রেকর্ড ভাঙতে পারবেন না বিরাট, সাফ জানিয়ে দিলেন শেহওয়াগ
'অহঙ্কারী' ক্রিকেটার হিসাবেই একাধিকবার ভারত অধিনায়ক সমালোচিত হয়েছেন। ফলে তাঁর হাতে যখন এই বই দেখতে পেলেন টুইটারাত্তিরা, তখন আর নিজেদের থামাতে পারেননি তাঁরা। টুইটের বন্য়া বয়ে গিয়েছে।
আরও পড়ুন: কীভাবে হেলমেট ছাড়াই বাউন্সার সামলাতেন ভিভ? কিংবদন্তিকে প্রশ্ন কোহলির
যদিও অ্যান্টিগা টেস্টে কোহলি রানের দেখা পাননি। চার নম্বরে ব্য়াট করতে এসেছিলেন তিনি। দলের হাল ধরতে নেমেছিলেন তিনি। কিন্তু মাত্র ১২টি বল খেলেন তিনি। শ্য়ানন গ্য়াব্রিয়েলের বলে ব্রুকসের হাতে ক্য়াচ আউট হয়ে যান তিনি। কোহলি ফেরার পর রাহানে খেলাট ধরেন।