২০১৭-র মহিলা বিশ্বকাপের ঘটনা। টিম ইন্ডিয়ার অধিনায়ক মিতালি রাজকে ম্য়াচের ফাঁকে প্য়াড-আপ করা অবস্থায় বই পড়তে দেখা গিয়েছিল। সোশাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছিল।
এবার বিরাট কোহলিকে দেখা গেল ড্রেসিংরুমে বই পড়তে। রবীন্দ্র জাদেজা যখন দলকে ভদ্রস্থ একটা স্কোর উপহার দেওয়ার জন্য় লড়াই করছেন, তখন টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেনের দিকে ক্য়ামেরা প্য়ান করেছিল। কোহলির হাতে দেখা গিয়েছিল স্টিভেন সিলভাস্টারের বই ‘ডিটক্স ইওর ইগো: সেভেন ইজি স্টেপস টু অ্যাচিভিং ফ্রিডম, হ্য়াপিনেস অ্যান্ড সাকসেস ইন ইওর লাইফ’।
আরও পড়ুন: শচীনের এই রেকর্ড ভাঙতে পারবেন না বিরাট, সাফ জানিয়ে দিলেন শেহওয়াগ
Finally skipper Kohli has taken up to reading @DetoxYourEgo does he need it. Not the first time crixketers using this. Let’s guess why @imVkohli
Needs this book. #viratkohli #INDvWI #Ashes #Jadeja pic.twitter.com/uWTCqZCKCU— Indian Sports Fan (@IndianSportFan) August 23, 2019
‘অহঙ্কারী’ ক্রিকেটার হিসাবেই একাধিকবার ভারত অধিনায়ক সমালোচিত হয়েছেন। ফলে তাঁর হাতে যখন এই বই দেখতে পেলেন টুইটারাত্তিরা, তখন আর নিজেদের থামাতে পারেননি তাঁরা। টুইটের বন্য়া বয়ে গিয়েছে।
Virat Kohli is reading a book with the title ‘EGO’ ????#WIvIND
— Jay (@jaybhavsar4) August 23, 2019
Meanwhile Virat reading a book called “Detox your EGO” ????????#WIvIND #ViratKohli
— Chetan Kumar (@tamchetan) August 23, 2019
Looks like someone gifted him the right book!#WIvIND @imVkohli pic.twitter.com/cItklD3kqd
— Ash (@ixSUPERBOYxi) August 23, 2019
The trend of Indian captains reading books continues. #WIvIND pic.twitter.com/zd2U6S0CIg
— Johns (@CricCrazyJohns) August 23, 2019
@StevenSylvester I think Kohli was reading your book. Expect a few hundred sudden orders from India now lol
— Vedant Pratap Singh Jadon (@vpsjdon) August 23, 2019
আরও পড়ুন: কীভাবে হেলমেট ছাড়াই বাউন্সার সামলাতেন ভিভ? কিংবদন্তিকে প্রশ্ন কোহলির
যদিও অ্যান্টিগা টেস্টে কোহলি রানের দেখা পাননি। চার নম্বরে ব্য়াট করতে এসেছিলেন তিনি। দলের হাল ধরতে নেমেছিলেন তিনি। কিন্তু মাত্র ১২টি বল খেলেন তিনি। শ্য়ানন গ্য়াব্রিয়েলের বলে ব্রুকসের হাতে ক্য়াচ আউট হয়ে যান তিনি। কোহলি ফেরার পর রাহানে খেলাট ধরেন।