Advertisment

ভিডিও: অধিনায়কোচিত, 'আমার জন্য় নয়, শামির জন্য় গলা ফাটান'

স্টেডিয়ামে সবাই যখন "কোহলি...কোহলি..." শব্দব্রহ্মে গ্য়ালারি কাঁপাচ্ছিল, ঠিক তখনই ভারত অধিনায়ক সবাইকে থামিয়ে দিয়ে ইঙ্গিতে বুঝিয়ে দেন যেন, কেন তাঁরা কোহলির জন্য় চিয়ার করছেন, এসবই প্রাপ্য় শামির।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli urged fans to cheer for Mohammed Shami

অধিনায়কোচিত, 'আমার জন্য় নয়, শামির জন্য় গলা ফাটান' (টুইটার,বিসিসিআই)

ইন্দোরে ভারতীয় বোলারদের দাপটে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ছিল।

Advertisment

হোলকার স্টে়ডিয়ামে আগুন জ্বালিয়েছিলেন মহম্মদ শামি। ফের একবার বুঝিয়ে দিয়েছেন কেন তিনি বিশ্বমানের।১৩ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। এর মধ্য়ে রয়েছে পাঁচটি মেডেন অল্পের জন্য় হ্য়াটট্রিক হাতছাড়া হয়েছে বিরাটের দলের দুরন্ত পেসারের।

আরও পড়ুন-মুম্বই দলে এলেন পৃথ্বী, ১৭ নভেম্বর থেকেই খেলতে পারবেন তিনি

আরও পড়ুন-India vs Bangladesh: ভারতীয় বোলারদের বিক্রমে গুটিয়ে গেল বাংলাদেশ, হাফসেঞ্চুরির সামনে পূজারা

এদিন হোলকার স্টেডিয়ামে সবাই যখন "কোহলি...কোহলি..." শব্দব্রহ্মে গ্য়ালারি কাঁপাচ্ছিল, ঠিক তখনই ভারত অধিনায়ক সবাইকে থামিয়ে দিয়ে ইঙ্গিতে বুঝিয়ে দেন যেন, কেন তাঁরা কোহলির জন্য় চিয়ার করছেন, এসবই প্রাপ্য় শামির। কিং কোহলি দর্শকদের আবেদন করেন, শামির জন্য় চিৎকার করার জন্য়। বিসিসিআই সেই ভিডিও পোস্ট করেছে নিজেদের টুইটার হ্য়ান্ডেলে।

cricket Virat Kohli
Advertisment