Virat Kohli: ইংল্যান্ডে কোথায় থাকেন বিরাট-অনুষ্কা? ঠিকানা ফাঁস করে দিলেন প্রাক্তন ইংরেজ তারকা

Virat Kohli's London Address: টিম ইন্ডিয়ার তারকা বিরাট কোহলি পরিবার নিয়ে বেশ কিছুদিন হল ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন। দেশের হয়ে খেলা না থাকলে বিলেতেই থাকেন কোহলি।

Virat Kohli's London Address: টিম ইন্ডিয়ার তারকা বিরাট কোহলি পরিবার নিয়ে বেশ কিছুদিন হল ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন। দেশের হয়ে খেলা না থাকলে বিলেতেই থাকেন কোহলি।

author-image
Subhamay Mandal
New Update
Virat-Anushka London Address: ভারতে ফটোগ্রাফার এবং অনুরাগীদের ভালবাসার অত্যাচার থেকে বাঁচতে ইংল্যান্ডকেই বেছে নিয়েছেন কোহলি-অনুষ্কা

Virat-Anushka London Address: ভারতে ফটোগ্রাফার এবং অনুরাগীদের ভালবাসার অত্যাচার থেকে বাঁচতে ইংল্যান্ডকেই বেছে নিয়েছেন কোহলি-অনুষ্কা

Virat Kohli-Anushka Sharma's London Address Revealed: টিম ইন্ডিয়ার তারকা বিরাট কোহলি (Virat Kohli) পরিবার নিয়ে বেশ কিছুদিন হল ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন। দেশের হয়ে খেলা না থাকলে বিলেতেই থাকেন কোহলি। ভারতে ফটোগ্রাফার এবং অনুরাগীদের ভালবাসার অত্যাচার থেকে বাঁচতে ইংল্যান্ডকেই বেছে নিয়েছেন কোহলি-অনুষ্কা (Anushka Sharma)। তবে তাঁরা কোথায় থাকেন, তাঁর ঠিকানা কী তা এতদিন অজানা ছিল। এবার প্রাক্তন ইংল্যান্ড ব্যাটার জোনাথন ট্রট (Jonathan Trott) ফাঁস করে দিয়েছেন কোহলির ঠিকানা। তিনি জানান যে, বিরাট কোহলি বর্তমানে লন্ডনের সেন্ট জনস উড এলাকায় বসবাস করছেন। 

Advertisment

শোনা যাচ্ছে, বিরাট এই মুহূর্তে তাঁর পরিবার নিয়ে লন্ডনে রয়েছেন এবং গত এক মাসে তাঁকে শহরের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। যদিও বিভিন্ন রিপোর্টে আন্দাজ করা হচ্ছিল তিনি কোথায় থাকছেন, তাঁর ঠিকানা কখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

আরও পড়ুন টিম ইন্ডিয়ার ম্যাচ দেখতে যাননি, উইম্বলডনে দিব্যি অনুষ্কাকে নিয়ে হাজির বিরাট, তুমুল বিতর্কে মহাতারকা

Advertisment

এর আগে দ্য টেলিগ্রাফ-এর এক রিপোর্টে দাবি করা হয়েছিল, বিরাট নটিং হিলে থাকছেন। তবে স্টার স্পোর্টসের এক আলোচনায় ট্রট বিরাটকে নিয়ে কথা বলতে গিয়ে জানান, বিরাট বর্তমানে সেন্ট জনস উড আবাসিক এলাকায় থাকছেন বলে তিনি শুনেছেন। লন্ডনের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত এই এলাকা সুন্দর বাড়িগুলোর জন্য বিখ্যাত।

ট্রট বলেছেন, “ও তো সেন্ট জনস উড বা তার আশেপাশেই থাকে না? ওকে কি ফেরানো সম্ভব নয়?”

এর আগে বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘স্টার বয়’ শুভমান গিলের প্রশংসা করেছিলেন এবং লিখেছিলেন, গিল ইতিহাস নতুন করে লিখছে এবং সে এই সাফল্যের যোগ্য।

আরও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতন, IPL জয়ী RCB তারকার বিরুদ্ধে FIR, গ্রেফতার হবেন কোহলির সতীর্থ?

বর্তমানে লন্ডননিবাসী বিরাটকে দুটি টেস্ট ম্যাচের একটিতেও মাঠে দেখা যায়নি। কিন্তু সোমবার বলিউড অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে উইম্বলডন দেখতে গেছেন বিরাট। আর সেটা নিয়েই সমালোচনার মুখে পড়েছেন তারকা-দম্পতি। সোমবার বিরাট ও অনুষ্কা উইম্বলডনের একটি হাই-প্রোফাইল ম্যাচে দেখতে গিয়েছিলেন। সেই ম্যাচে তাঁরা টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচকে (Novak Djokovic) সমর্থন করতে পৌঁছেছিলেন। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, ইংল্যান্ড সফরের এক মাস আগে বিরাট টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং এখন লন্ডনে বসবাস করছেন। 

Virat Kohli Anushka Sharma