/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/Anushkas-reaction-after-seeing-Virats-catch.jpg)
দেখুন বিরাট কোহলির ক্যাচে অনুষ্কা শর্মার OMG প্রতিক্রিয়া
অনবদ্য অ্য়াক্রোব্যাটিক ক্যাচে বিরাট কোহলি ফেরালেন বিপক্ষের ক্যাপ্টেন দীনেশ কার্তিককে। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন এই ক্যাচে দলকে বাঁচাতে পারেননি। হারতেই হয়েছে তাঁর দলকে। কিন্তু তাঁর ক্যাচ দেখে স্ট্যান্ডে বসে থাকা অনুষ্কা শর্মা হাঁ হয়ে গেলেন। কোহলি ঘরনীর প্রতিক্রিয়া ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন, বিরাটের কাউন্টি খেলা অনিশ্চিত, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে তাঁকে চাইছে বোর্ড
রবিবার চলতি আইপিএল-এ এই নিয়ে দ্বিতীয়বার দেখল কার্তিক বনাম কোহলির দ্বৈরথ। ইডেন গার্ডেন্সের পর চিন্নাস্বামীতেও উড়ল কেকেআর-এর জয়ধ্বজা। এদিন প্রথমে ব্যাট করে আরসিবি চার উইকেট হারিয়ে ১৭৫ তোলে। কুইন্টন ডি কক (২৯), ব্র্যান্ডন ম্যাকালাম (৩৮) ও কোহলি (৬৮) ব্যাটে অবদান রাখলেন। কেকেআর-এর হয়ে আন্দ্রে রাসেল তিন উইকেট নেন।
— Faizal Khan (@faizalkhanm9) April 29, 2018
???? | @AnushkaSharma proudly cheering for Virat as he completed his 50 at Chinnaswamy Stadium today ❤️ #RCBvKKR#Virushkapic.twitter.com/ktLTWbMGW4
— Anushka Sharma FC™ (@AnushkaSFanCIub) April 29, 2018
রান তাড়া করতে নেমে কেকেআর শুরুটা দারুণ করে। ব্যাট হাতে কামাল করেন ওপেনার ক্রিস লিন। ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সময় সময় লিনকে সঙ্গ দেন সুনীল নারিন (২৭), রবিন উথাপ্পা (৩৬) ও কার্তিক (২৩)। ম্যাচের ১৮.৫ ওভারেই কার্তিককে ফেরান কোহলি। সোজাসুজি উইকেটের উপর দিয়ে তুলে দেওয়া কার্তিকের বল কোহলি তালুবন্দি করলেন ডিপ লং অন থেকে ছুটে এসে। কোহলির এই অ্যাথলেটিজিম দেখে নিজয় বিস্ময় গোপন রাখতে পারেননি তাঁর জীবনসঙ্গিনী। তাঁর মুখভঙ্গিমাই জানিয়ে দিয়েছে কতটা আশ্চর্য হয়েছেন এই বলিউড দিভা। যদিও এই ক্যাচ ম্যাচের রেজাল্টে কোনও প্রভাব ফেলতে পারেনি। কার্তিক যখন আউট হন তখন কলকাতার জেতার জন্য সাত বলে মাত্র পাঁচ রান প্রয়োজন ছিল। পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কেকেআর।
আরও পড়ুন, সোশাল মিডিয়ায় ভাইরাল অনুষ্কা শর্মার এই লুক, দেখে নিন
???? | @AnushkaSharma's reaction to Virat's catch is everything ????❤️ #RCBvKKR#Virushkapic.twitter.com/EX9Expw0pt
— Anushka Sharma FC™ (@AnushkaSFanCIub) April 29, 2018
???? | @AnushkaSharma clicked at Chinnaswamy Stadium yesterday ❤️ #RCBvKKR#Virushkapic.twitter.com/pF4OUMZxMW
— Anushka Sharma FC™ (@AnushkaSFanCIub) April 30, 2018