scorecardresearch

কর্ণওয়ালকে নিয়ে মাঠেই মস্করা চাহারের, ভাইরাল ভিডিও

ভারতের সিনিয়র দল ক্যারিবিয়ান সফরে খেলতে নামার আগেই সেখানে সিরিজ চলছিল ভারতীয়-এ বনাম ওয়েস্ট ইন্ডিজ-এ-র। গত মাসে সেই সিরিজ চলাকালীনই চাহারের কাণ্ড দেখে রীতিমতো আমোদে ভেসেছিলেন ক্রিকেটপ্রেমীরা।

কর্ণওয়ালকে নিয়ে মাঠেই মস্করা চাহারের, ভাইরাল ভিডিও
ধাক্কা লাগার আগের সেই মুহূর্ত (টুইটার)

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক ঘটিয়েছেন ২৪ ঘণ্টা আগেই। অভিষেকের প্রাক্কালেই ট্রোলড রাখহিম কর্ণওয়াল। কর্ণওয়ালকে নিয়ে মাঠের মধ্যেই ব্যঙ্গ করে বসলেন দীপক চাহার। অবশ্য জামাইকা টেস্ট নয়, কর্ণওয়ালকে নিয়ে মাঠে এমন কাণ্ড ঘটানো হয়েছিল ওয়ান ডে সিরিজ চলাকালীন। সেই ঘটনাই এবার প্রকাশ্যে এল টেস্ট ম্যাচের সময়।

ভারতের সিনিয়র দল ক্যারিবিয়ান সফরে খেলতে নামার আগেই সেখানে সিরিজ চলছিল ভারতীয়-এ বনাম ওয়েস্ট ইন্ডিজ-এ-র। গত মাসে সেই সিরিজ চলাকালীনই চাহারের কাণ্ড দেখে রীতিমতো আমোদে ভেসেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কী সেই ঘটনা? রাহখিম কর্ণওয়াল ক্রিজে ব্যাট করতে নামার সময় ক্যারিবিয়ান তারকার দিকে এগিয়ে গিয়েছিলেন দীপক চাহার। সোজাসুজি ধাক্কা মারার অভিপ্রায় নিয়েই কর্ণওয়ালের দিকে মুখোমুখি এগোচ্ছিলেন ভারতীয় পেসার।

আরও পড়ুন ময়ঙ্ক-কোহলির ব্য়াটে হোল্ডারের আক্রমণ থেকে বাঁচল ভারত

অবাক বিশ্ব! ভারতের বিরুদ্ধে ‘হেভিয়েস্ট’ ওয়েস্টইন্ডিজ

তবে মুখোমুখি ধাক্কা মারার ঠিক আগেই দীপক চাহার নিজেকে সরিয়ে নেন। কর্ণওয়াল অবশ্য নিস্পৃহ মুখে এগিয়ে যান। তা দেখেই ভারতীয়-এ দলের ক্রিকেটাররা হাসি ঠাট্টায় মেতে উঠেছিলেন মাঠের মধ্যেই। কর্ণওয়ালের টেস্ট অভিষেকের প্রাক্কালেই এক টুইটার ব্যবহারকারী গত মাসের এই ভিডিও পোস্ট করেন নিজের অ্যাকাউন্টে। সঙ্গে সঙ্গেই তা ভাইরাল।

টসে হেরে ব্য়াট করতে নেমে ভারত অবশ্য দ্বিতীয় টেস্টে ভাল পজিশনে রয়েছে প্রথম দিনের শেষে। ব্যাটে রান পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল (৫৫) এবং অধিনায়ক বিরাট কোহলি (৭৬)। ৪২ রানে ক্রিজে ব্যাটিং করছেন হনুমা বিহারী। আর প্রথম টেস্ট খেলতে নেমেই কর্ণওয়াল পূজারার উইকেট তুলে নিয়েছেন। পাশাপাশি অধিনায়ককে হোল্ডারের বলে দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল (১৩) এবং মায়াঙ্ক আগারওয়ালের ক্যাচও তালুবন্দি করেছেন তিনি।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Watch deepak chahar made fun of rahkeem cornwall