মোহালিতে দু-দিন আগেই অবিশ্বাস্য ক্যাচ দেখেছেন ক্রিকেট সমর্থকরা। প্রথম ইনিংসে কোহলির এক হাতে দুর্ধর্ষ ক্যাচের পালটা দিয়েছিলেন ডেভিড মিলার। বাউন্ডারি লাইনেপ ধারে প্রায় অসম্ভব ক্যাচ তালুবন্দি করে শিখর ধাওয়ানকে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন প্রোটিয়াজ তারকা। জোড়া ক্যাচের হ্যাংওভার কাটতে না কাটতেই এবার দুরন্ত ক্যাচ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। পয়েন্টে ঝাঁপিয়ে পড়ে একহাতে ক্যাচ মনে পড়িয়ে দিয়েছে স্বয়ং জন্টি রোডসকে।
চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জৌকস একদমই ফর্মে নেই। আরও একবার বার্বাডোজ ট্রাইডেন্টসের কাছে তারা হার হজম করল ৭১ রানে। তবে সেই ম্যাচেই শিরোনামে জোনাথন কার্টার। সেন্ট লুসিয়ায় ডারেন স্যামি স্টেডিয়ামেই স্যামির অবিশ্বাস্য ক্যাচ ধরলেন তিনি। যা দেখে হতভম্ব হয়ে যান প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়কও।
জৌকসদের অষ্টম ওভারের ঘটনা। ব্যাট করছিলেন ড্যারেন স্যামি। তাঁকে মাত্র ২ রানেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়। সৌজন্যে কার্টারের দুর্ধর্ষ ক্যাচ। রেমন রাইফারের ওভারের প্রথম বলেই থার্ড ম্যানে ঠেলেছিলেন স্যামি। তবে সবাইকে অবাক করে দিয়ে কার্টার বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্য ক্যাচ তালুবন্দি করেন। দৃশ্যতই হতভম্ব স্যামি প্যাভিলিয়নের দিকে হাঁটা দেন এরপরে।
প্রথমে ব্য়াট করতে নেমে জাস্টিন গ্রিভস-এর ৫৭ রানে ভর করে স্কোরবোর্ডে ১৭২ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জৌকসরা। ১৪.৫ ওভারে মাত্র ১০১ রান তুলে অলআউট হয়ে যায় তারা। কার্টার দুর্ধর্ষ ক্যাচ ধরার পাশাপাশি ব্যাট হাতেও ২১ বলে ৩০ রানের কার্যকরি ইনিংস খেলে যান। তাঁকেই ম্যাচের সেরা বাছা হয়। ম্যাচের পরে কার্টার জানান, "এমন ধরনের ক্যাচ ধরা সবসময়েই কঠিন। ফিল্ডিং কোচ ট্রেভর পেনির তত্ত্বাবধানে বেশ কয়েকদিন কঠোর পরিশ্রম করছি। এদিন সেই পরিশ্রমই সাফল্য এনে দিল। কোচেরা সবসময়ে বলেন, ক্যাচই ম্যাচ জেতায়। সেরা ফিল্ডিং দলই ম্যাচ জেতে।"
Read the full article in ENGLISH