Advertisment

বেয়ারস্টোর রান আউটের নকল প্রচেষ্টায় ঠকলেন স্মিথ, রইল ভিডিও

স্মিথকে এভাবে বোকা বানালেও অবশ্য ব্যাটসম্যান স্মিথকে ফাঁদে ফেলতে ব্যর্থ অস্ট্রেলিয়া। আরও একবার তিনি অস্ট্রেলীয় ইনিংসের সেরা ব্যাটসম্যান। স্মিথ শতরান না পেলেও ৮০ করে যান।

author-image
IE Bangla Web Desk
New Update
Records broken by Steve Smith in Ashes 2019

টিটকিরিতে শুরু, করতালিতে শেষ, রেকর্ডের ইতিহাসে থাকবে স্মিথের এই অ্যাশেজ

মাটিতে আছাড় খেয়ে পড়লেন স্টিভ স্মিথ। উঠে বুঝতে পারলেন তিনি স্রেফ বোকা হয়েছেন। রান নেওয়ার সময় স্মিথ যখন ক্রিজের অন্য়প্রান্তে পৌঁছে গিয়েছেন, তখন ইংল্যান্ডের উইকেটকিপার জনি বেয়ারস্টো ফিল্ডারের কাছ থেকে বল তালুবন্দি করে উইকেট লাগানোর ভান করেছিলেন। এতেই বুদ্ধু বনে গিয়েছিলেন তারকা ব্যাটসম্যান।

Advertisment

সরাসরি ঝাঁপিয়ে পড়েছিলেন ক্রিজের পৌঁছনোর জন্য। তবে দেখা যায়, বেয়ারস্টোর কাছে বলই নেই। কিংকর্তব্যবিমুঢ় হয়ে বেয়ারস্টোর দিকে তাকালেন স্মিথ। 'দেখ কেমন লাগে' ভঙ্গিতে স্মিথের দিকে তাকালেন জনি বেয়ারস্টোও।

আরও পড়ুন ব্র্যাডম্যানের রেকর্ড স্পর্শ করার সামনে স্মিথ

অ্যাশেজ রইল অজিদেরই, জয়ের পর কী বলছেন মহাকাব্য়ের নায়ক স্মিথ?

স্মিথকে এভাবে বোকা বানালেও অবশ্য ব্যাটসম্যান স্মিথকে ফাঁদে ফেলতে ব্যর্থ অস্ট্রেলিয়া। আরও একবার তিনি অস্ট্রেলীয় ইনিংসের সেরা ব্যাটসম্যান। স্মিথ শতরান না পেলেও ৮০ করে যান। তাঁর ব্যাটের দাপটে ভর করেই অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে স্কোরবোর্ডে তুলল ২৯৪। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৮০ রান করার সুবাদে স্মিথ কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে টানা ৮০ প্লাস স্কোর করে ফেললেন বেশিবার। ছুঁয়ে ফেললেন স্যর এভার্টন উইকস-কে। যিনি ১৯৪৮ সালে ভারতের বিরুদ্ধে টেস্টে এই কীর্তি গড়েছিলেন।

স্মিথের নজিরেও কিছুটা অস্বস্তিতে অজিরা। কারণ, প্রথম ইনিংসে ২৯৪ রান করার সুবাদে ইংল্যান্ড ইতিমধ্যেই ৬৯ রানের লিড নিয়ে নিয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ৯ তুলে ফেলেছে।

আরও পড়ুন স্মিথের ডাবল সেঞ্চুরিতে মুগ্ধ বাইশ গজ, শচীন বোঝালেন কোথায় আলাদা অজি স্টার

এত সব সত্ত্বেও আলোচনার শীর্ষে সেই স্মিথ। এবং তাঁর ঝাঁপিয়ে পড়া। পরে সাংবাদিকদের স্মিথ বলে দেন, "বেয়ারস্টো আমাকে কিছু বলেনি। বল কোথায় তা জানতাম না। বল ধরার ভান করে আমাকে মাটিতে ফেলল। আমার জামা কাপড়েও নোংরা লাগাল। ও হয়তো জানত না, কী বলতে হবে।"

ঘটনা হল, আইসিসি-র রুল বুকেই লেখা রয়েছে, নকল ফিল্ডিং করলে প্রতিপক্ষ দলকে পাঁচ রান অতিরিক্ত দেওয়া হবে। যদিও বেয়ারস্টো-কাণ্ডে দুই আম্পায়ার মরিস এরাসমাস ও কুমার ধর্মসেনা অতিরিক্ত রান দেননি অস্ট্রেলিয়াকে। যা নিয়ে ফের একবার প্রশ্নবিদ্ধ হল আম্পায়ারিং।

Read the full article in ENGLISH

Cricket Australia Steve Smith
Advertisment