Gavaskar jokes on Mayanti's pants: সোশ্যাল মিডিয়ার এই যুগে এমন মানুষ খুব কমই আছেন, যারা মিম দেখেন না। নতুন প্রজন্মের ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই মায়ান্তী ল্যাঙ্গার (Mayanti Langer) ও সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) পোশাক নিয়ে তৈরি মিমগুলো সম্পর্কে জানেন। গত দুই বছর ধরে ইন্টারনেটে এই মজার ট্রেন্ড চলছে যে, সুনীল গাভাসকর নাকি মায়ান্তী ল্যাঙ্গারের প্যান্ট পরে নেন! আর এবার এই কাহিনিতে এসেছে এক নতুন মোড়।
সম্প্রতি আইপিএলের (IPL 2025) একটি ম্যাচের জন্য সুনীল গাভাসকর মাঠে উপস্থিত ছিলেন এবং মায়ান্তী ল্যাঙ্গার কো-হোস্ট রবিন উথাপ্পার সঙ্গে স্টুডিওতে ছিলেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচ ছিল। ম্যাচের আগে প্রি-ম্যাচ শো চলছিল, তখনই গাভাসকরের মাথায় হঠাৎ এক মজার আইডিয়া আসে।
‘রবিন, মায়ান্তীর প্যান্ট তো আমি পরি!’
ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাসকর সাধারণত কড়া মন্তব্যের জন্য পরিচিত হলেও, ভিতর থেকে তিনি অত্যন্ত রসিক। তাই যখন তিনি দেখেন ময়ন্তী ও উথাপ্পা দুজনেই লাল রঙের পোশাকে স্টুডিওতে আছেন, তখন হেসে বলেন, “রবিন, তুমি মায়ান্তীর প্যান্ট পরে নিয়েছ কেন? ওটা তো আমার পরার কথা ছিল!”
মায়ান্তীর জবাবে ছিল নকআউট!
এরপর কী! গাভাসকরকে খোঁচা দিতে রবিন উথাপ্পা দৌড়ে গিয়ে মায়ান্তী ল্যাঙ্গারকে সাইড হাগ করেন এবং আবার নিজের জায়গায় ফিরে আসেন। হাসতে হাসতে মায়ান্তী জবাব দেন, “আজ আমাদের (আমার আর রবিনের) স্টাইলিস্টদের মধ্যে কথা হয়েছে, সানিজি, আপনার আর আমার স্টাইলিস্টদের মধ্যে নয়।”
আরও পড়ুন প্লে-অফের জন্য় বিরাট ডাকলেন খতরনাক হিটারকে! করাচি থেকে বিস্ফোরক ব্যাটারকে আনল RCB
তাহলে গাভাসকর-মায়ান্তী ইচ্ছা করে ম্যাচিং পোশাক পরেন?
আপনার নিশ্চয়ই মনে আছে, সুনীল গাভাসকর ও মায়ান্তী ল্যাঙ্গার একাধিক ক্রিকেট শো-তে একরকম স্টাইলিংয়ে দেখা গেছেন। এর মধ্যে রয়েছে ২০২৩ বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান গ্রুপ ম্যাচ। এই ভিডিও সামনে আসার পর এতটুকু নিশ্চিত যে, মায়ান্তীর ব্লেজার আর গাভাসকরের ট্রাউজারের ম্যাচিং কেবল কাকতালীয় নয়। সেটা হতে পারে সাজানো প্ল্যানিং!
আরও পড়ুন ক্রিকেট দুনিয়ায় নয়া ইতিহাস সূর্যকুমারের! প্রথম ভারতীয় হিসাবে ছুঁলেন বিশ্বরেকর্ড