প্রথমবার টেস্টে ওপেনার হিসেবে খেলতে নেমেই সেঞ্চুরি। রোহিতের ব্যাটিং ঝলকে আপাতত দক্ষিণ আফ্রিকা অনেকটাই ব্যাকফুটে। রোহিত শর্মা ব্য়ক্তিগত ১৭৬ রানে আউট হয়ে গেলেও মায়াঙ্ক আগারওয়াল ডাবল সেঞ্চুরি করে দলকে এগিয়ে নিয়ে যান। তবে দ্বিতীয় দিন অন্য কারণে শিরোনামে উঠে এল ভারতীয় ড্রেসিংরুম। রোহিত আউট হয়ে যাওয়ার পরে অভিনব কায়দায় হিটম্যানকে সাজঘরে স্বাগত জানান বিরাট কোহলি।
সাজঘরে ঢোকার মুখে রোহিতকে স্বাগত জানাতে একদম প্রবেশ পথে হাজির ছিলেন বিরাট। নিজে রোহিতকে প্রবেশে সাহায্য করার পাশাপাশি সতীর্থের কাঁধে হালকা চাপর মারেন প্রশস্তিসূচক হিসেবে। তারপর নিজেই প্রবেশদ্বার বন্ধ করে দেন। ড্রেসিংরুমে রোহিত ঢোকা মাত্র কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর প্রত্যেকেই উঠে দাঁড়িয়ে রোহিতের ইনিংসের প্রশংসা করেন।
আরও পড়ুন রোহিতের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শোয়েব, দিলেন নতুন নাম
প্রসঙ্গত, বিরাট-কোহলির এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বেশ ইঙ্গিতবাহী। বিশ্বকাপে ভারতের ড্রেসিংরুম নাকি দুই তারকাকে কেন্দ্র করে বিভক্ত ছিল। একাধিক প্রচারমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদনে লেখা হয়েছিল রোহিতের সঙ্গে বিরাটের সম্পর্ক নাকি মোটেই ভাল নয়। এমনকি দুই ক্রিকেটারের স্ত্রীদের পারস্পরিক সম্পর্কেও নাকি আঁচ পড়েছিল তিক্ত সম্পর্কের সমীকরণে।
View this post on Instagram
আরও পড়ুন ময়ঙ্ক-রোহিতের ব্য়াটে ভাঙল ১৫ বছরের পুরনো বীরু-গম্ভীরের রেকর্ড
বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে বিদায় নেওয়ার পরে ইঙ্গিত দেওয়া হয়েছিল তিন ফর্ম্যাটের ক্রিকেটে অধিনায়কত্বে বদল আসতেই পারে। যদিও কার্যক্রমে তা করা হয়নি। তিন ফর্ম্যাটেই বিরাটকে নেতৃত্বে রেখে দেওয়া হয়েছে। এমন আবহে রোহিতকে বিরাটের উষ্ণ অভ্যর্থনা নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। ঘটনা যাই হোক, রোহিতের ব্যাটিং তাণ্ডবেব আপাতত মুগ্ধ ক্রিকেট দুনিয়া। শোয়েব আখতার যেমন গ্রেট বিশেষণই বসিয়ে দিয়েছেন। অন্যান্য ক্রিকেট তারকারাও রোহিতকে নিয়ে উচ্ছ্বসিত।
Read the full article in ENGLISH