World Championship of Legends Cricket 2025 Schedule: আবার ২২ গজে ভারত-পাকিস্তান মহারণ। ভারতের সুপারস্টার ক্রিকেটাররা খেলতে চলেছেন ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’ (WCL 2025) টি-টোয়েন্টি লিগে। এই টুর্নামেন্ট ১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চলবে। এই লিগে ভারতের যুবরাজ সিং, শিখর ধাওয়ান ও হরভজন সিং-ও খেলবেন। এই টুর্নামেন্টের মাধ্যমে বিলেতের মাটিতে মুখোমুখি হবে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স (India Champions) এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্স (Pakistan Champions)। পহেলগাঁও হামলার পর এই প্রথমবার ভারত এবং পাকিস্তানের তারকা ক্রিকেটাররা খেলবেন একে অপরের বিরুদ্ধে। আগামী ২০ জুলাই, রবিবার এজবাস্টনে মুখোমুখি হবেন যুবরাজ-আফ্রিদিরা।
এটি ‘World Championship of Legends’-এর দ্বিতীয় সংস্করণ। এই লিগে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা-সহ মোট ৬টি দেশের দল অংশ নিচ্ছে। ভারতায় দল ‘ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স’ নামে খেলছে, যার নেতৃত্বে থাকবেন যুবরাজ সিং। ভারতীয় দলে আছেন শিখর ধাওয়ান, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, রবিন উথাপ্পা, স্টুয়ার্ট বিন্নি, হরভজন সিং, গুরকিরত সিং মান, পীযূষ চাওলা, বিনয় কুমার, সিদ্ধার্থ কল, অভিমন্যু মিঠুন এবং বরুণ অ্যারন।
আরও পড়ুন পহেলগাঁওয়ের ক্ষত এখনও দগদগে, তার মধ্যেই বিশ্বকাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! কবে জানেন?
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে মাঠে নামবেন এবি ডিভিলিয়ার্স। ৪ বছর পর আবার ২২ গজে ঝড় তুলবেন মিস্টার ৩৬০ ডিগ্রি। তাঁর দলে রয়েছেন হাশিম আমলা, জেপি ডুমিনি, ক্রিস মরিস, অ্যালবি মর্কেল, ওয়েন পার্নেল ও ইমরান তাহিরের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো ও কাইরন পোলার্ড। গেইল-ই নেতৃত্ব দেবেন ক্যারিবিয়ান দলকে। অস্ট্রেলিয়ান লেজেন্ডসদের নেতৃত্বে থাকবেন ব্রেট লি।
আরও পড়ুন চতুর্থ টেস্টের আগে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, মারাত্মক চোটে অনিশ্চিত তারকা বোলার
World Championship of Legends 2025-এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আয়োজক ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ও পাকিস্তান চ্যাম্পিয়ন্সের মধ্যে। এই ম্যাচ হবে বার্মিংহামের এজবাস্টনে। পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন শাহিদ আফ্রিদি। পাকিস্তান দলে থাকছেন মিসবাহ-উল-হক, শোয়েব মালিক, আব্দুল রাজ্জাক, কামরান আকমল, সঈদ আজমল, সোহেল তনভির এবং ওয়াহাব রিয়াজ। ইংল্যান্ড দলের অধিনায়ক হবেন ইয়ন মর্গ্যান। এই দলে আছেন অ্যালেস্টার কুক ও মইন আলির মতো প্রাক্তন ক্রিকেটাররা।