Sourav Ganguly: জনরোষের মুখে ঢোঁক গিললেন সৌরভ? ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উল্টো সুর মহারাজের!

Sourav Ganguly Asia Cup 2025: ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্য়াচ নিয়ে কার্যত উল্টো সুরে গাইতে শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন তিনি জানালেন, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে তবেই এই ম্য়াচের আয়োজন করা উচিত।

Sourav Ganguly Asia Cup 2025: ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্য়াচ নিয়ে কার্যত উল্টো সুরে গাইতে শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন তিনি জানালেন, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে তবেই এই ম্য়াচের আয়োজন করা উচিত।

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly obn India vs Pakistan Match

ভারত পাকিস্তান ম্য়াচ নিয়ে নিজের অবস্থান থেকে পিছু হটলেন সৌরভ?

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তান ম্য়াচের ঘোষণা হওয়ার পর থেকেই সমর্থক এবং প্রাক্তন ক্রিকেটারদের একাধিক মন্তব্য প্রকাশ্যে এসেছে। চলতি বছরের এপ্রিল মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর টিম ইন্ডিয়া কেন যে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। গত ২২ এপ্রিল কাশ্মীরের এই টুরিস্ট স্পটে নৃশংস হত্যালীলায় ২৬ জন নিরাপরাধ পর্যটক প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কও একেবারে তলানিতে এসে ঠেকেছে। এই পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছিল ২০২৫ এশিয়া কাপের আসরও (৯ থেকে ২৮ সেপ্টেম্বর) নাকি ভেস্তে যেতে পারে।

Advertisment

তবে শেষপর্যন্ত এই টুর্নামেন্ট বানচাল হয়নি। ইতিমধ্যে এশিয়া কাপ আয়োজনের সবুজ সংকেত পাওয়া গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, 'আমার কোনও সমস্যা নেই। খেলা অবশ্যই হওয়া উচিত। তবে পহেলগাঁওয়ের মতো ঘটনা যেন আর না ঘটে। সন্ত্রাসবাদকে নিকেশ করতেই হবে, এটা বন্ধ হওয়া দরকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের রণকৌশল আরও শক্তিশালী হওয়া দরকার... তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলা অবশ্যই চলা উচিত।'

IND vs PAK Match: শহিদদের পরিবারকে কী জবাব দেবেন? ভারত-পাক ম্যাচ নিয়ে সংসদে গর্জে উঠলেন মুসলিম নেতা

Advertisment

জনরোষের কারণেই পিছু হটলেন সৌরভ?

সৌরভের এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠতে শুরু করে। কার্যত জনরোষের মুখে পড়েন তিনি। আর সেকারণেই এবার নিজের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি। তিনি বললেন, যদি ২০২৫ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য কেন্দ্রীয় সরকার ভারতীয় ক্রিকেট দলকে ছাড়পত্র দেয়, তবেই খেলা উচিত। প্রসঙ্গত, আগামী ১৪ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ আয়োজন হওয়ার কথা রয়েছে। যদি দুটো দল সুপার ফোরের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে আগামী ২১ সেপ্টেম্বর ফের তারা একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। আর যদি এই দুটো দল ফাইনালে উঠতে পারে, তাহলে তৃতীয়বারের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান মহারণ দেখা যাবে।

IND vs PAK: ফের ভারত-পাকিস্তান মহারণ নিরপেক্ষ ভেন্যুতে, কবে ও কোথায় হবে টুর্নামেন্ট?

মঙ্গলবার (২৯ জুলাই) সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, 'ভারত-পাকিস্তান ম্য়াচ সবসময়ই কেন্দ্রীয় সরকারের অনুমতির উপর নির্ভর করে। যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টিম ইন্ডিয়াকে এই ম্য়াচ খেলার অনুমতি দেওয়া হয়, তাহলে অবশ্যই ম্যাচের আয়োজন করা হবে। আমি আগেও বলেছিলাম, সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ হওয়া উচিত। যদি সরকার অনুমতি দেয়, তবেই এই ম্য়াচ আয়োজন করা উচিত।'

Sourav Ganguly IND vs PAK Match: সৌরভের মতে, ভারত-পাকিস্তানের ক্রিকেট চলুক
ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে মন্তব্য সৌরভের

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এটা এশিয়া কাপের আসর। এশিয়া কাপ এবং বিশ্বকাপ ছাড়া তো বহুকাল ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন করা হয় না।'

IND vs PAK Highlights Cricket Score: পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী ভারত

পাশাপাশি ম্যানচেস্টার টেস্টে টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স নিয়ে যথেষ্ট প্রশংসা করলেন সৌরভ। শুভমান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া এই টেস্ট ম্য়াচে ড্র করলেও, সেটা জয়ের থেকে কোনও অংশে কম ছিল না। যেখানে ইংল্যান্ড কার্যত গোটা ম্য়াচেই রাজত্ব করেছিল।

IND vs PAK: প্যারিস অলিম্পিক্সের পর ফের মুখোমুখি নীরজ-আরশাদ! কবে-কখন-কোথায় হবে হাড্ডাহাড্ডি লড়াই?

সৌরভের কথায়, 'আমি মনে করি যে ম্যানচেস্টার টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। যেভাবে রাহুল, গিল, পন্থ, জাদেজা, ওয়াশিংটন খেলেছে, তা এককথায় প্রশংসনীয়।' 

টিম ইন্ডিয়ার প্রশংসায় সৌরভ আরও বললেন, 'এক সপ্তাহ আগে লর্ডসে ১৯৩ রান তাড়া করতে হত। গোটা সিরিজে ভারত যে ব্যাটিং পারফরম্য়ান্স করেছে, তাতে আমি আশা করেছিলাম যে লর্ডসেও হয়ত শুভমানরা জয়লাভ করতে পারবে। এই সিরিজে টিম ইন্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করছে। রাহুল, গিল, জাদেজা এবং ওয়াশিংটনের খেলা দেখে খুব ভাল লেগেছে। ওরা এই খেলাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।'

Sourav Ganguly pahalgam terror attack India vs Pakistan