India vs Pakistan: ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস (WCL 2025) টুর্নামেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইংল্যান্ডে আয়োজিত গোটা বিশ্বের তারকা ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। গত ১৮ জুলাই থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। প্রথম ম্য়াচে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্য়াচের আয়োজন করা হয়েছিল। প্রথম ম্য়াচেই জয়লাভ করে পাকিস্তান ক্রিকেট দল শুরুটা বেশ ধামাকাদার করেছে। পাকিস্তান চ্য়াম্পিয়ন্স তাদের দ্বিতীয় ম্য়াচে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল। আজ অর্থাৎ ২০ জুলাই এজবাস্টনে আয়োজিত এই ম্য়াচটি ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে।
আসলে পহেলগাঁও জঙ্গি হানার প্রভাব এখনও পর্যন্ত ক্রিকেট মাঠে দেখতে পাওয়া যাচ্ছে। আর সেকারণে ভারতীয় ক্রিকেটাররা জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস ফাইনালে যদি ভারত এবং পাকিস্তান দুটো দলই ওঠে, সেক্ষেত্রে কী সিদ্ধান্ত গ্রহণ করা হবে? এই পরিস্থিতিতে ক্রিকেটারদের সামনে একটি ধর্ম সংকট উপস্থিত হয়েছে।
India vs Pakistan: 'মা-বোনেদের চোখের জল...', ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
IND vs PAK ফাইনাল ম্য়াচও কি বাতিল করা হবে?
এই টুর্নামেন্টে প্রত্যেকটা দলকে পাঁচটি করে ম্য়াচ খেলতে হবে। প্রথম ম্য়াচে জয়লাভের পর পাকিস্তান ক্রিকেট দল আপাতত পয়েন্টস টেবিলের শীর্ষে দাঁড়িয়ে রয়েছে। দ্বিতীয় ম্য়াচে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে খেলতে নামার কথা থাকলেও, ম্য়াচটা বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে, ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের কাছে এটাই প্রথম ম্য়াচ ছিল। ভারতীয় ক্রিকেটাররা পরবর্তী ম্য়াচ আগামী ২২ জুলাই সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে খেলতে নামবে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্স ফাইনালের যোগ্যতা অর্জন করে, তাহলে অন্তিম লড়াই আদৌ হবে তো? যদি একান্তই এমনটা হয়, তাহলে ফাইনাল ম্য়াচও বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন নির্ধারণ করা যে বেশ কঠিন হবে, তা বলা যেতেই পারে। তবে ফাইনালে কোন কোন দল খেলবে, তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।
India vs Pakistan: 'ক্রিকেটের আগে দেশ...', পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটারদের! বাতিল ম্যাচ
গত মরশুমে পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত
গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস মরশুমের ফাইনাল ম্য়াচে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্স একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে যুবরাজ সিংয়ের নেতৃত্বে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স পাকিস্তানকে ৫ উইকেটে পরাস্ত করে খেতাব জয় করেছিল। সেই খেতাব রক্ষা করার লড়াইয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স আরও একবার এই টুর্নামেন্ট খেলতে নেমেছে।