PCB on Pakistan Champions playing in WCL: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL 2025)-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হওয়ার পর বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board (PCB)। বোর্ড জানিয়ে দিল, ভবিষ্যতে পাকিস্তানের কোনও দল এই টুর্নামেন্টে অংশ নেবে না।
ভারতীয় দল ‘ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স’ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকার করেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে PCB অভিযোগ করেছে যে WCL কর্তৃপক্ষের বিবৃতি ও পদক্ষেপ ছিল পক্ষপাতদুষ্ট এবং একতরফা।
PCB-এর ৭৯তম বোর্ড অফ গভর্নর্স (BoG) সভায়, যা মহসিন নাকভির নেতৃত্বে অনুষ্ঠিত হয়, সেখানে এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং WCL কর্তৃপক্ষের আচরণ নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করা হয়। বোর্ড জানায়, ইচ্ছাকৃতভাবে ম্যাচ ছেড়ে দেওয়া দলকে পয়েন্ট দেওয়া হয়েছে এবং ভারত বনাম পাকিস্তান ম্যাচ বাতিল করা হয়েছে, যা খেলার মৌলিক নীতির সম্পূর্ণ পরিপন্থী।
আরও পড়ুন ফের মুখ পুড়ল পাকিস্তানের, ডিভিলিয়ার্সের সেঞ্চুরিতে লজ্জার হার আফ্রিদিদের
PCB-এর পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “পুরো ঘটনাপ্রবাহ অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতে বাইরের হস্তক্ষেপ স্পষ্ট এবং তা খেলার নিরপেক্ষতা ও ন্যায্যতার বিরুদ্ধে। এই ধরনের অনৈতিক ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে। আমরা এমন কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি না যেখানে ন্যায্য প্রশাসন ও খেলাধুলার আদর্শের সঙ্গে আপস করা হয়।”
উল্লেখ্য, গ্রুপ পর্বে একাধিক ভারতীয় ক্রিকেটার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিলেন। সেমিফাইনালে আবারও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও, শেষ পর্যন্ত ভারতীয় দল প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নেয়।
আরও পড়ুন আর্থিক লোকসানের ভয়েই এশিয়া কাপ খেলছে ভারত? সত্যিটা জানলে চমকে উঠবেন
PCB-এর এই ভার্চুয়াল BoG সভায় উপস্থিত ছিলেন সুমাইর আহমেদ সইদ, সলমান নাসির, জাহির আব্বাস, জাহিদ আখতার জামান, সাজ্জাদ আলি খোখর, জাফরুল্লাহ জদগাল, তনভির আহমেদ, তারিক সারওয়ার, মুহাম্মদ ইসমাইল কুরেশি, আনোয়ার আহমেদ খান, আদনান মালিক, বিশেষ আমন্ত্রিত সদস্য উসমান ওয়াহলা এবং অতিরিক্ত সচিব মীর হাসান নাকভি।
এই সিদ্ধান্তের মাধ্যমে PCB স্পষ্ট বার্তা দিল যে রাজনৈতিক বা বাইরের চাপের কারণে যদি খেলার নিরপেক্ষতা নষ্ট হয়, তবে তারা তা কোনওভাবেই মেনে নেবে না।