WCL 2025 Pakistan Champions Loss: ফের মুখ পুড়ল পাকিস্তানের, ডিভিলিয়ার্সের সেঞ্চুরিতে লজ্জার হার আফ্রিদিদের

Pakistan Champions vs South Africa Champions: বার্মিংহামে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে জয়লাভ করেছে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। গোটা ক্রিকেট বিশ্বে ইতিমধ্যে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

Pakistan Champions vs South Africa Champions: বার্মিংহামে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে জয়লাভ করেছে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। গোটা ক্রিকেট বিশ্বে ইতিমধ্যে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
WCL 2025 Final

ডিভিলিয়ার্সের শতরানে পরাস্ত পাকিস্তান

WCL 2025: বিশ্ব ক্রিকেটে ফের মুখ পুড়ল পাকিস্তানের (Pakistan Champions)। এবি ডি'ভিলিয়ার্সের (AB de Villiers) ধামাকাদার শতরানে লজ্জার হার স্বীকার করলেন শাহিদ আফ্রিদিরা। বার্মিংহামে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে জয়লাভ করেছে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। গোটা ক্রিকেট বিশ্বে ইতিমধ্যে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

Advertisment

WCL 2025: আফ্রিদির সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে অজয় দেবগন! ভাইরাল ছবিতে তুঙ্গে ক্ষোভ, দেশভক্তি নিয়ে উঠছে প্রশ্ন

১২০ রানে অপরাজিত এবি

Advertisment

ফাইনাল ম্য়াচে ডি'ভিলিয়ার্স ব্যাট হাতে কার্যত জ্বলে উঠলেন। একেবারে পুরনো মেজাজে তাঁকে দেখতে পাওয়া গেল। এই টুর্নামেন্টে তৃতীয় শতরানটি তিনি মাত্র ৪৭ বলে পূরণ করলেন। ফাইনাল ম্য়াচে জয়ের জন্য সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের সামনে ১৯৬ রানের টার্গেট ছিল। ১৬.৫ ওভারেই তারা এক উইকেট হরিয়ে সেই লক্ষ্য অর্জন করে নেয়। এই ম্য়াাচে এবি ১২০ রানে অপরাজিত থাকলেন। ফাইনালের শেষে তাঁর হাতেই প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

IND vs SA WCL 2025: ভারতীয় বোলারদের ধ্বংস করে এবি ডিভিলিয়ার্সের আগুনে ইনিংস! ৮৮ রানে বিধ্বস্ত যুবরাজের দল

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ফাইনাল ম্য়াচে পাকিস্তান চ্যাম্পিয়ন্স টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ওপেনার শারজিল খান ৭৬ রানের একটি দুর্দান্ত ইনিংস পাকিস্তানকে উপহার দিয়েছিলেন। এছাড়া উমর আমিনও ৩৬ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটো করে উইকেট শিকার করেন হার্ডস ভিজলোন এবং ওয়েন পারনেল। এরপর ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। এবি ডিভিলিয়ার্সের শতরানের পাশাপাশি জেপি ডুমিনি ৫০ রানে অপরাজিত থাকেন।

WCL 2025: বিশ্বকাপে ফের ভারত-পাকিস্তান সেমিফাইনাল, যুবরাজরা কি খেলবেন? ম্যাচ বাতিল হলে কী হবে?

উল্লেখ্য, এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে শীর্ষস্থান দখল করেছিল পাকিস্তান চ্যাম্পিয়ন্স। সেকারণে সেমিফাইনাল রাউন্ডে ভারতের বিরুদ্ধে তাদের খেলা নির্ধারিত হয়। কিন্তু, ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্তমানে যে রাজনৈতিক সংঘর্ষ চলছে, সেকথা মাথায় রেখে যুবরাজ সিংয়ের দল সিদ্ধান্ত নেয় যে তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না। আর সেকারণেই পাকিস্তান ফাইনালের টিকিট কনফার্ম করেছিল। কিন্তু, তারপরও তারা খেতাব জয় করতে পারল না। এই বছরটা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য বেশ ভালই কাটছে। প্রথমে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় করেছিল। আর এবার তারা চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস টুর্নামেন্টে জয়লাভ করল।

AB de Villiers WCL 2025 Pakistan Champions