Advertisment

হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টি বাধা হবে?

২০১৭ সালে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা অবশ্য ভেস্তে গিয়েছিল। ম্যাচ ডে-তে সেবার বৃষ্টি না হলেও আগের দু-দিনের বৃষ্টিতে মাঠ খেলার অযোগ্য হয়ে দাঁড়িয়েছিল। আয়োজক হিসেবে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা ব্যাপক সমালোচিত হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli Kieron Pollard

হায়দরাবাদে প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ (টুইটার)

India vs West Indies (Ind vs WI) 1st T20, Hyderabad Weather Forecast and Pitch Report: ৬ তারিখেই শুরু হয়ে যাচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথ। প্রথম টি২০ ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতীক্ষা। তবে তাঁর আগেই আবহাওয়া চিন্তা বাড়াচ্ছে দুই শিবিরে। সোমবারে হায়দরাবাদে ম্যাচ খেলতে চলে এসেছে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দল। সেদিনেই আবার মাঝরাতে বৃষ্টিতে সমস্যা দেখা দিয়েছে। গ্রাউন্ডস্টাফদেরও চিন্তা বেড়েছে। আকাশ দু-দিন ধরেই মেঘলা। মেঘাচ্ছন্ন আবহাওয়াই হায়দরাবাদে স্বাগত জানিয়েছে ক্যারিবিয়ান দলকে।

Advertisment

সোমবারের পরে মঙ্গলবার অবশ্য বৃষ্টির দেখা মেলেনি। হায়দরাবাদ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন মহম্মদ আজাহারউদ্দিন। প্রশাসক হিসেবে প্রথম টি২০ সফলভাবে আয়োজন করাই তাঁর কাছে আপাতত সবথেকে বড় চ্যালেঞ্জ। তিনি সেকথা স্বীকার করে নিয়ে বৃষ্টি আর হবে না, এমন আশাতেই বুক বাঁধছেন। তিনি বলেছেন, "প্রশাসক হিসেবে আমার নতুন অভিজ্ঞতা হতে চলেছে। এতদিন মাঠে এসে খেলতাম, দলকে নেতৃত্ব দিতাম, ম্যাচের পরে হোটেলে ফিরতাম। তবে ম্যাচ আয়োজন করাটা একদমই নতুন অভিজ্ঞতা।"

আরও পড়ুন ভুবি-শামিদের সামলানোর পথ দেখাবেন ইনি, পোলার্ডদের দলে এখন ভারতীয় কোচ

সমর্থকদের ভরসা দিয়ে আজাহার আরও বলেছেন, "সৌভাগ্যক্রমে আমাদের টিমে অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন। যাঁরা আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় যথেষ্ট অভিজ্ঞ। প্রত্যেককে দারুণ ক্রিকেটের অভিজ্ঞতা এনে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর।"

আরও পড়ুন ভারতের বিরুদ্ধে আমরা আন্ডারডগ, কিন্তু যে কোনও কিছু ঘটতে পারে: পোলার্ড

২০১৭ সালে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা অবশ্য ভেস্তে গিয়েছিল। ম্যাচ ডে-তে সেবার বৃষ্টি না হলেও আগের দু-দিনের বৃষ্টিতে মাঠ খেলার অযোগ্য হয়ে দাঁড়িয়েছিল। সেই সময় আয়োজক হিসেবে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিল।

সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না, আশ্বাস দিচ্ছেন আজাহারই।

Read the full article in ENGLISH

cricket West Indies Weather Report
Advertisment