Advertisment

প্রথম টেস্টের ঠিক আগেই চোট কিমো পলের, পরিবর্ত মিগুয়েল কামিন্স

ওয়েস্ট ইন্ডিজের অন্তবর্তীকালীন হেড কোচ ফ্লয়েড রেইফার জানান, "কিমো পল ছিটকে যাওয়ার মিগুয়েলের মতো একজন কার্যকরী পেসার দলে ঢুকছেন। মিগুয়েলের কোয়ালিটি এবং অভিজ্ঞতা দলের সম্পদ।"

author-image
IE Bangla Web Desk
New Update
keemo paul

চোটের জন্য ছিটকে গেলেন অলরাউন্ডার কিমো পল (টুইটার)

প্রথম টেস্টের আগেই বড় ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নামার জন্য কয়েকঘণ্টা মাত্র বাকি। এর মধ্যেই চোটের কারণে ছিটকে গেলেন অলরাউন্ডার কিমো পল। পরিবর্ত হিসেবে এদিনই পেসার মিগুয়েল কামিন্সের নাম ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট। জানানো হয়েছে, বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েই বিপত্তি কিমো পলের। তবে তিনি আপাতত অ্যান্টিগাতেই থাকবেন। ওখানেই তাঁর রিহ্যাব চলবে।

Advertisment

ওয়েস্ট ইন্ডিজের অন্তবর্তীকালীন হেড কোচ ফ্লয়েড রেইফার জানান, "কিমো পল ছিটকে যাওয়ার মিগুয়েলের মতো একজন কার্যকরী পেসার দলে ঢুকছেন। মিগুয়েলের কোয়ালিটি এবং অভিজ্ঞতা দলের সম্পদ।" ঘটনাচক্রে, কিমো পলের পরিবর্তে যিনি স্কোয়াডে এলেন সেই মিগুয়েল কামিন্স তিন বছর আগে ভারতের বিরুদ্ধেই সিনিয়র পর্যায়ে অভিষেক ঘটিয়েছিলেন। সেই সিরিজেরই দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ৬ উইকেট দখল করেছিলেন তিনি।

আরও পড়ুন চার বোলারে খেলানোর ইঙ্গিত কোহলির, পিচ দেখেই চূড়ান্ত হবে কম্বিনেশন

রোহিত, রাহানে দুজনকেই খেলাতে বলছেন সৌরভ, পাল্লা ভারি ঋষভেরও

কোচ ফ্লয়েড রেইফার আরও বলেন, "ভারতীয় এ দলের বিপক্ষে কামিন্সের খেলা দেখছিলাম। অনুশীলনেও ওকে দেখেছি। ওঁর বলের লাইন লেংথ আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। ও পরিশ্রম করতে পারে। এবং এমন একজন যে যেকোনও সময় উইকেট তুলতে পারে। আমি নিশ্চিত, যদি ওকে সুযোগ দেওয়া হয়, তাহলে টেস্ট সিরিজ জয়ে ভাল অবদান রাখতে পারবে।"

আরও পড়ুন প্রথম টেস্ট প্রিভিউ: প্রতিপক্ষের পাশাপাশি কোহলির চ্যালেঞ্জ কম্বিনেশন ঠিক করা

বৃহস্পতিবার ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মাধ্যমেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সরকারিভাবে পা রাখছে। একটি ম্যাচ জিতলেই ৬০ পয়েন্ট যুক্ত হবে সংশ্লিষ্ট দলের সঙ্গে। আবার ড্র করলে দুই দলকেই ২০ পয়েন্ট করে দেওয়া হবে।

Read the full article in ENGLISH

cricket West Indies
Advertisment