স্লো ওভার রেটের দায় ম্য়াচ ফি-র ৮০ শতাংশ কাটা গেল ওয়েস্ট ইন্ডিজের। ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্য়াচের পরেই ম্য়াচ রেফারি ডেভিড বুন এই শাস্তির রায় দিয়েছেন। জানা গিয়েছে নির্ধারিত সময়ের মধ্য়ে চার ওভার কম বল করেছে কায়রন পোলার্ড অ্যান্ড কোং।
আইসিসি-র আর্টিকেল ২.২২ ধারায় কোড অফ কনডাক্ট ফর প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সার্পোট পার্সোনেল মেনে ন্যূনতম ওভার-রেটের জন্য় ২০ শতাংশ জরিমানা করা হয় যদি নির্দিষ্ট সময়ের মধ্য়ে বল না করা যায়। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে চার ওভার কম পড়েছিল।
আরও পড়ুন-কোহলিকে ক্রিকেটের রোনাল্ডো বললেন ব্রায়ান লারা
এক্ষেত্রে শুনানির কোনও প্রয়োজন হয়নি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পোলার্ড দোষ মেনে নিয়েছেন। অনফিল্ড আম্পায়ার নিতীন মোহন, শন জর্জ, তৃতীয় আম্পায়ার রডনি টাকার ও চতুর্থ আম্পায়ার অনিল চৌধুরি পোলার্ডদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্য়াচে দাপট দেখিয়েছেন ক্য়ারিবিয়ান ব্য়াটসম্য়ানরা। রবিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম দেখেছে শিমরন হেটমায়ার ও শেই হোপ শো।
আরও পড়ুন-গ্রিনিজ-রিচার্ডসের পর অনন্য় রেকর্ড হেটমায়ার-হোপের ব্য়াটে
ভারতের ২৮৭ রান তাড়া করতে নেমে উইন্ডিজ ১৩ বল বাকি থাকতেই আট উইকেটে ম্য়াচ জিতে যায়। হেটমায়ারের পাওয়ার হিটিও ও হোপের সংযমী ব্য়াট দ্বিতীয় উইকেটে স্কোরবোর্ডে ২১৮ রান তোলে। দুই ব্য়াটসম্য়ানই হাঁকান সেঞ্চুরি।