India Vs Australia 2020 Live: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হতে হয়েছিল। তবে ভুল ত্রুটি শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ভারত। দুরন্ত খেলে ৩৯ রানে জয় ছিনিয়ে নিয়েছে রাজকোটে। তৃতীয় ম্যাচ এবার সিরিজ নির্ণায়ক। সেই ম্যাচে জেতাই আপাতত কোহলিদের কাছে আসল লক্ষ্য। ব্যাটিং অর্ডারে কোহলি তিন নম্বর জায়গায় ফিরে এসে যেমন রান পেয়েছেন, তেমনই ৫ নম্বরে খেলতে নেমে লোকেশ রাহুল ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন। ব্যাটে রাহুল ও বোলিংয়ে কুলদীপ ভারতের তুরুপের তাস হয়ে উঠেছেন। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট আঘাত সমস্যা হতে পারে। ঋষভ পন্থ আগেই কনকাশনের কারণে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। এবার তৃতীয় ম্যাচেও তিনি খেলবেন কিনা, তা জানানো হয়নি। পালটা চোটের শিকার হয়েছেন ধাওয়ান ও রোহিত। ফিল্ডিং করার সময় বাঁ কাঁধ যথেষ্ট চোটগ্রস্থ রোহিতের। তাঁর খেলা নিয়ে সংশয় থাকছে।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচ কবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচটি ১৬ জানুয়ারি, রবিবার।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচটি ভারতীয় সময় দুপুর ১.৩০ থেকে শুরু। টস হবে সন্ধে সাড়ে ১টার সময়।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডিতে দেখা যাবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
ম্যাচের লাইভ আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/